নিউজ ডেস্ক: ভোর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, চলবে আরও ২ দিন। গতকাল সোমবার রাত থেকেই শুরু হয়েছিল হালকা ঝোড়ো হাওয়া। শহরের কোথাও কোথাও এক পশলা বৃষ্টিও হয়েছে।
এদিন মঙ্গলবার ভোর থেকে শহর কাঁপছে বজ্রপাতে। তার পরেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। দিন গড়াতে বৃষ্টি থেমেছে। তবে আবহাওয়া স্বস্তিদায়কই রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল। জানিয়েছিল, কলকাতা এবং তার আশপাশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার সারাদিন চলবে সেই বৃষ্টি। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে ভারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও কমবেশি বৃষ্টি হবে।
৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং এবং সিকিমের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত।
তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না। কোথাও কম, কোথাও বেশি। এই বৃষ্টিপাত আগামী দু’দিন চলবে।