স্বামীকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম সুনীল সরকার। ২৬বছরের সুনীলের বাড়ি নদিয়া জেলার চাকদহ থানার গৌরীপুরে। সুনীলের হৃতযন্ত্র জনিত সমস্যা ছিল। দিন কয়েক আগে সুনীলকে নিয়ে তাঁর স্ত্রী স্বপ্না ব্যাঙ্গালোরে পৌঁছে ছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে ২০২০য়ের প্রথমের দিকে আসতে বলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বপ্না জানান ব্যাঙ্গালোর থেকে শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ ছেড়ে আসা সত্য সাঁই প্রশান্তি এক্সপ্রেসে ফিরছিলেন। ১২টা নাগাদ বুকে অস্বস্তি শুরু হয় সুনীলের। সারা রাত ট্রেনে প্রচণ্ড ব্যাথায় ভুগেছে সুনীল। যন্ত্রনা এতটাই ছিল যে খেতে পর্যন্ত পারেনি। এরপর আজ দুপুর ১২টা ২০নাগাদ খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকলে নামানো হয় সুনীলকে। ৭নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে রেল সুরক্ষাবাহিনীর লোকেরা বোগদার দিকে নামিয়ে আনে।
অ্যাম্বুলেন্স এল যখন সব শেষ |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাক্রমে রেলের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে আজই খড়গপুরে একটি সেমিনারে অংশ নেন রেলের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল এইচ প্রদীপ কুমার। আর তার মধ্যেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্টেশন থেকে মাত্র ২কিলোমিটার দুরে রেল হাসপাতাল! সেখানে পৌঁছাতে একজন হৃদ রোগির সময় লেগে গেল আধঘন্টার মত। রেল হাসপাতালে আছড়ে পিছড়ে কেঁদেই চলেছেন স্বপ্না। ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে দেননি স্বামীকে। ট্রেনের মধ্যে ২৪ঘন্টা কাটলেও কোনও চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়নি তাঁর স্বামীকে বলে আক্ষেপ করে চলেছেন তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলের কর্তারা অ্যাম্বুলেন্সের ঘাটতির কথা মেনে নিলেও এমন ঘটনা জানেননা বলেই জানিয়েছেন। দক্ষিনপুর্ব রেলের খড়গপুর মণ্ডলের জন সংযোগ আধিকারিক তথা বরিষ্ঠ বানিজ্য আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন ঘটনার খোঁজ নিচ্ছেন তিনি।