Homeএখন খবরভর সন্ধ্যায় পেট্রোল পাম্পে ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত যুবক, পূর্ব...

ভর সন্ধ্যায় পেট্রোল পাম্পে ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত যুবক, পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য

তখনও বেঁচে রাজকুমার 

নিজস্ব সংবাদদাতা: ভর সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ডাকাতদের হাতে নিহত হলেন এক যুবক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো বাজারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে  মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্পে ঢুকে পড়ে একদল দুস্কৃতি। ভেতরে ঢুকে ম্যানেজার ও কর্মীদের এক পাশে সরিয়ে দিয়ে তারা যখন লুঠপাট চালাচ্ছিল তখনই ওই যুবক পাম্পে আসে তেল নিতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভেতরে কিসের জটলা হচ্ছে দেখতে যায় ওই যুবক।   আচমকাই তিনি দেখতে পান তেলপাম্প এ ঢুকে লুঠপাট চালাচ্ছে কয়েকজন দুষ্কৃতি। এরপরই ওই যুবক পাম্পের অফিসে ঢুকতে গেলে গুলি চালায় এক দুস্কৃতি যা ওই যুবকের পেটে লাগে। মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। এদিকে গুলির শব্দ পেয়েই ছুটে আসেন আশেপাশের লোকেরা। তখন এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালায় ডাকাতের দল যদিও তারমধ্যেই একজনকে ধরে ফেলে জনতা। তাকে ধরে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে আহত যুবককে  তমলুক হসপিটালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে ওই যুবকের নাম রাজকুমার পড়িয়া। পালপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৭য়ের ওই যুবকের স্ত্রী ও ৯বছরের শিশু কন্যা বর্তমান। ঘটনার খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েছে এলাকা। ধৃত দুস্কৃতিকে জেরা করে বাকি ডাকাতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular