ভবানী গিরি: সন্ধ্যার গোপীবল্লভপুর যেন প্রতিবাদে ঝলসে উঠল মোমবাতির দীপ্ত আলোয় । হায়দ্রাবাদে তরুণী চিকিৎসক এর উপর পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশের বিবেক নড়ে উঠেছে।তার ঢেউ এসে পৌছাল গোপীবল্লভপুরে। সোমবার সন্ধ্যায় গোপীবল্লভপুর বাজারে মোমবাতি মিছিল বের হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডাক্তার তরুণীর উপর অত্যাচারকারীদের শাস্তির দাবিতে এই মোমবাতি মিছিলে পা মেলান শিশু,মা, এবং এলাকার শিক্ষকরা। প্রায় ৬০ জন মতো মানুষ মিছিলে অংশ নেন। মিছিল থেকে দাবি উঠে কোন ধর্ম বিচার না করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। দেশে মদ এবং মাদক দ্রব্যের নিষিদ্ধ করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিছিলে অংশগ্রহণ করেছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক প্রসেনজিৎ পাল, সুদীপ্ত জানা, সমীর বেরা এবং স্বরুপ প্রামাণিক এবং মায়েদের মধ্যে ছিলেন অনিতা প্রামাণিক এর মতো মায়েরা। মিছিলের শেষে গোপীবল্লভপু্র বাজারের হাতি বাড়ি মোড়ে বক্তব্য রাখেন সুদীপ্ত জানা এবং স্বরুপ প্রামাণিক।