Homeএখন খবর'প্রচেষ্টা'র প্রচেষ্টায় বহুমুখী কর্মসুচীর অঙ্গীকার জঙ্গলমহলের পাহাড় ঘেরা প্রান্তিক গ্রাম ঢাঙ্গীকুসুমে

‘প্রচেষ্টা’র প্রচেষ্টায় বহুমুখী কর্মসুচীর অঙ্গীকার জঙ্গলমহলের পাহাড় ঘেরা প্রান্তিক গ্রাম ঢাঙ্গীকুসুমে

 নিজস্ব সংবাদদাতা: একগুচ্ছ কর্মসুচী নিয়ে রবিবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার ঝাড়খণ্ড সীমান্তে বেলপাহাড়ীর ঢাঙ্গীকুসুম  গ্রামে উদ্বোধন হল “প্রচেষ্টা”র প্রথম সংখ্যা। উপস্থিত ছিলেন প্রচেষ্টা গ্রুপের সদস্য সদস্যা সহ বহু বিশিষ্ট জনেরা । পত্রিকার সম্পাদক উদয় শঙ্কর রক্ষিত বলেন এই পত্রিকায় বিশিষ্ট কবি ও লেখক বেবি সাউ, পুরন্দর ভৌমিক, রাজকুমার বন্দ্যোপাধ্যায়, সৌমেন মন্ডল, সুকমল বসু, তৈমুর খান, নীহারুল ইসলাম যেমন লিখেছেন ঠিক তেমনি নবীন কবি ও লেখকও আছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রচেষ্টার তরফে বলা হয়, এই প্রথম এই ধরনের একটা নতুন ভাবনা নিয়ে চলতে চাইছি তাই কিছু ভুল ত্রুটি থেকেগেছে।আগামীতে আমরা নিশ্চিতভাবে সংশোধন করে নেব।  প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে শিক্ষক লালচাঁদবাবু বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ কর্ম করেই থাকি। এর আগেও বস্ত্র বিতরন, বিভিন্ন গ্রামে সমাজ সচেতনতা মূলক প্রচার অভিযান করা হয়েছে। দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রী দের পুস্তক বিতরন করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী দিনে লক্ষ্য এই গ্রামের  অষ্টম ও নবম শ্রেনিতে পাঠরত ছাত্র ও ছাত্রীদের পাঠ্য পুস্তক দেওয়ার পরিকল্পনা আছে বলে জানানো হয়  প্রচেষ্টা গোষ্ঠীর পক্ষ থেকে। গোষ্ঠীর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বলা হয় দারিদ্র ও সংকট থেকে মুক্তির প্রধান ও প্রাথমিক শর্তই হল ভাল করে পড়াশুনা করা। আর তার জন্য যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুণ্ঠা করবেনা তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১৫ সালে ছয় বেকার যুবক শুরু করেছিল প্রচেষ্টার এই যাত্রা যা  বর্তমানে ৪০ জন সদস্য ও সদস্যা গোষ্ঠী। পুস্তক বিতরনের এই ধারাবাহিক প্রচেষ্টার “গ্রন্থযাত্রা” । কবি মানবেন্দ্র  বলেন আমরা আগামীদিনে আরও  বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা পেতে চাই। শুধু পত্রিকা প্রকাশই নয় শৌচাগারের ব্যবহার, বিজ্ঞান সম্মত পদ্ধতিতে পানীয় জলের আহরন, পরিবেশন ও সংরক্ষন সহ বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তাও দেওয়া হল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষা সচেতনতার লক্ষ্যে খুদে পড়ুয়া থেকে দশম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের  বই, খাতা, কলম,পেনসিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরন করা হল। উচ্চারিত হল প্রচেষ্টার মন্ত্র, “শিক্ষা আমাদের উদ্দেশ্য, সাফল্য আমাদের লক্ষ্য”।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন পাথর শিল্প ও শিল্পী উন্নয়ন সমিতি ও কাশীনাথ আচার্য মেমোরিয়াল সোসাইটি সাথে যৌথভাবে প্রচেষ্টা গ্রুপ গ্রামের কমিউনিটি হলে একটি কাশীনাথ আচার্য্য।  স্মৃতি গ্ৰন্থাগার ও চিত্ত মিস্ত্রি আনন্দ পাঠশালা গঠনের ও কর্মসূচি ঘোষনাও করা হয়। পার্শ্ববর্তী শিমূলপাল গ্রামের পাশাপাশি ঢাঙ্গীকুসুমেও এই পাঠশালা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন, অন্যতম উদ্যোক্তা ঝর্না আচার্য্য। 

RELATED ARTICLES

Most Popular