নিউজ ডেস্ক: রাজ্যে একুশের নির্বাচনের আগে পরিবর্তন যাত্রার সূচনায় বৃহস্পতিবার কোচবিহারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। আর তার আগেই মোদি-শাহের বিরুদ্ধে পোস্টারে ছেয়ে গেল কোচবিহার শহর। ২০১৯ এ লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি কেন পূরণ হল না তারই জবাব চেয়ে পোস্টার দিয়েছে গ্রেটার কোচবিহার দাবিদাররা । প্রশ্ন উঠেছে নারায়ণী সেনা তৈরী সহ একাধিক প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে এসে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি বলে দাবী গ্রেটার কোচবিহারের বাসিন্দাদের।শাহী সভার আগে এমন পরিস্থিতিতে কপালে ভাঁজ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি নিয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ চষে বেড়ানোর কথা রয়েছে অমিত শার বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে রাসমেলা মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। তার আগে কোচবিহার বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে মদনমোহন বাড়িতে যাবেন অমিত শা। কোচবিহারের কুলদেবতা মদনমোহনের আশীর্বাদ নিয়ে ঠাকুর পঞ্চানান বর্মার মূর্তিতে মাল্যদান করে রাসমেলা মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
ইতিমধ্যেই এই কর্মসূচিগুলিকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মদনমোহন বাড়ি, কোচবিহার বিমানবন্দর, পঞ্চানন পার্ক এবং রাসমেলা মাঠ চত্বরে প্রচুর পরিমাণে পুলিশকর্মীর পাশাপাশি নিরাপত্তারক্ষীরা রয়েছেন। ইতিমধ্যেই রাসমেলা মাঠে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। মঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা মঞ্চ থেকে কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
অন্যদিকে এদিনই ঠাকুর নগরে যাওয়ার কথা তাঁর।জানুয়ারির শেষের দিকে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। মঞ্চ তৈরি হয়ে গেলেও শেষপর্যন্ত সেই সভা বাতিল করতে হয়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেই মঞ্চ খোলা হয়নি। বৃহস্পতিবার মতুয়া–গড় ঠাকুরনগরে সেই সভামঞ্চেই সভা করতে আসছেন অমিত শাহ। নাগরিকত্ব নিয়ে অমিত শাহ কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন মতুয়ারা। যদিও সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না তা আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বৃহস্পতিবারের সফরসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১টা ১০ মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দির পরিদর্শন করবেন অমিত শাহ। সাড়ে ১১টা নাগাদ কোচবিহার থেকে বিজেপি–র ‘পরিবর্তন যাত্রা’র রথ উদ্বোধন করবেন তিনি। দুপুর ৩টে ২০ নাগাদ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ। প্রথমেই হরিচাঁদ ঠাকুর মন্দিরে তিনি পুজো দেবেন। তার পর বিকেল পৌনে ৪টে নাগাদ ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন স্বরাষ্ট্রমন্ত্রী।