Homeএখন খবরবোনের অভাব মিটিয়ে নারায়নগড় থানার পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন স্থানীয় কন্যা, গৃহবধূরা

বোনের অভাব মিটিয়ে নারায়নগড় থানার পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন স্থানীয় কন্যা, গৃহবধূরা

নিজস্ব সংবাদদাতা: কারও সত্যি সত্যি দিদি বা বোন নেই কেউ আবার কাজের ব্যস্ততায় ফিরতে পারেননি বাড়ি। তাই বলে বাঙালির এমন উৎসব ফাঁকে পড়ে যাবে ? না, ব্যস্ততায় থাকা পুলিশ কর্মচারী, সিভিক ভলেনটিয়ার্সদের সেই আক্ষেপ পূরন করতে পাশে দাঁড়ালেন স্থানীয় নারায়নগড় থানার কন্যা আর গৃহবধূরাই চন্দনের ফোঁটা আর মঙ্গলপ্রদীপে বরন করে নিলেন তাঁদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার প্রাঙ্গন মঙ্গলবার তাই এক অন্যরকম বাতাবরনে ভরে উঠল।  পুলিশ প্রশাসনের । এই কদিন আগেও নিরাপদ নিশ্ছিদ্র যে শারদোৎসব উপহার দিয়েছেন পুলিশ কর্মীরা, যাঁদের নিরলস পরিশ্রমে শান্তিতে কেটেছে উৎসব তাঁদের কপালে মঙ্গল ফোঁটা এঁকে দিয়ে কল্যাণ কামনায় এদিন ব্রত পালন করলেন স্থানীয় মহিলারা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
থানার সমস্ত পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ভাইফোঁটার আয়োজন হল থানায়। এমনকি মহিলা পুলিশ কর্মীদের আজ বরন করে নিয়েছেন মহিলারা। এই আবেগঘন অনুষ্ঠানে অংশ নিয়ে  নারায়ণগড়ের ডহরপুরের সঙ্গীতা পাল বলেন,” এই প্রথম এখানে এলাম। আমার নিজের কোনও ভাই বা দাদা নেই। এতদিন আত্মীয় কাউকে ভাইফোঁটা দিতাম। এখানে অনেককেই ফোঁটা দিলাম। বেশ আনন্দ লাগছে। দাদারা সবাই ভালো থেকে কাজ করুক। এটাই চাই।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি এদিনশুধু ফোঁটা নয়, ভাইদের পাত পেড়ে খাবার আয়োজন হয়েছিল ।ছিল লুচি, তরকারি,পায়েস এবং মিষ্টি। সাথে বোন, দিদিরাও খালি হাতে ফেরেননি। দাদা এবং ভাইয়েরা শাড়ি ও চুড়িদার তুলে দিয়েছেন তাদের। সব মিলিয়ে আজকের এই আয়োজন ছিল দেখার মত ।সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করে থাকে পুলিশ প্রশাসন ।তারই অঙ্গ হিসাবে আজকের এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

RELATED ARTICLES

Most Popular