নিজস্ব সংবাদদাতা: এপ্রিলের মাঝামাঝি কলকাতা কর্পোরেশন ও তার পরেই রাজ্য জুড়ে শতাধিক পুরসভার ভোট। সেই ভোটকে সামনে রেখেই ইতিমধ্যেই পুরসভাগুলিকে ৮হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মমতা ব্যানার্জীর নির্দেশ ৩১ শে মার্চের মধ্যেই সেরে ফেলতে হবে বকেয়া কাজ। আর সেই পুরভোটের মুখেই বড়সড় রদবদল হয়ে গেল কলকাতা ও রাজ্য পুলিশে। যদিও এই রদবদলে মোট ৩০ জন আইপিএসকে বদলির পুরভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি নবান্নের। তবে প্রশাসন সূত্রের খবর, পুরো ভোটার কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে পুলিশ প্রশাসনকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, এ দিনের রদবদলে বিশ্বজিত ঘোষকে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি করা হয়েছে। তিনি এতদিন কলকাতা সশস্ত্র পুলিশের ডিসি ছিলেন। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে চন্দননগরের ডিসি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রভীন প্রকাশকে উত্তরবঙ্গের এস টি এফের পুলিশ সুপার করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও দেবাশীষ নন্দীকে রাজ্য গোয়েন্দা বিভাগের ( আই বি) সুপার করে পাঠানো হয়েছে। মালদার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকারকে সি আই ডি’র সুপার পদে বদলি করা হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সি আই ডি’র সুপার করা হয়েছে। তিনি ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর আগের রদবদলে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল। এ দিন তাঁকে ফের ই এফ আরের কম্যাণ্ডান্ট করা হয়েছে। কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের ডিসি সুদীপ সরকারকে ডিসি ডিডি স্পেশাল করা হয়েছে। অপরাজিতা রাইকে এসটিএফের ডিসি করা হয়েছে। সব মিলিয়ে টান টান প্রস্তুতি রাজ্যের।