Homeএখন খবরএবার লকডাউন বলবৎ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের

এবার লকডাউন বলবৎ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের

নিজস্ব সংবাদদাতা:কিছুদিন আগেই লকডাউন বলবৎ করতে দিয়ে হাত কাটা গিয়েছিল এক পুলিশ আধিকারিকের। শিখদের একটি ধর্মীয় শাখার লোকেরা কব্জি নামিয়ে দিয়েছিল পাঞ্জাব পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর হরজিৎ সিংয়ের। নিহাঙ্গ সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সরাসরি তরোয়াল দিয়ে হাত থেকে কব্জি আলাদা করে মাটিতে ফেলে দেয় হরজিৎ সিংয়ের। এবার হরিয়ানার এক পুলিশ অধিকারিককে গুলি করে মেরেই ফেলল লকডাউনের সময় আড্ডায় বাধা পড়া কয়েকজন ব্যক্তি। এবারের ঘটনাও সেই পাঞ্জাবেই। পাঞ্জাবের হিসার জেলার উকলানা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ।

জানা গেছে ওই দিন রাতে রেললাইনে বসে গল্প করছিল কয়েকজন ব্যক্তি। সতর্ক করতে গিয়েছিলেন হিসারের আরপিএফের এক এএসআই মনীশ শর্মা। লকডাউনের আবহে এভাবে বসে থাকা যায় না। এতে নিয়মভঙ্গ করা হচ্ছে এটাই ছিল পুলিশ আধিকারিকের বক্তব্য। কিন্তু কে শোনে কার কথা! সতর্কতার বাণী তোলা থাকল শিকেয়। পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তিরা। এরপরেই পুলিশের উপরে হামলা চালায় অভিযুক্তরা।

এদিকে রেলের এলাকায় গন্ডগোল চলছে খবর পেয়েই আরপিএফ জওয়ানদের একটি দল ছুটে যায় লাইনের দিকে। গিয়েই তারা দেখতে পান গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন মনীশ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হিসার সিভিল হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা মনীশকে মৃত বসে ঘোষনা করে। খবর পেয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরাও ঘটনা স্থলে ছুটে যান।খবর দেয়। পুলিশ তদন্তে নেমে এখনও অবধি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

RELATED ARTICLES

Most Popular