Homeআন্তর্জাতিকতুষারঝড়ের কবলে মর্কিন বিমান , যুক্তরাষ্ট্রর ডাকোটায় দুর্ঘটনায় পাইলট সহ মৃত ৯

তুষারঝড়ের কবলে মর্কিন বিমান , যুক্তরাষ্ট্রর ডাকোটায় দুর্ঘটনায় পাইলট সহ মৃত ৯

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সময় রবিবার ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের পাইলট সহ ৯জন যাত্রীর। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছেন বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মোট ১২জন সহ ভেঙে পড়া ওই বিমানের বাকি ৩জনের অবস্থা আশংকা জনক তাঁদের নিকটবর্তী সিওক্স ফলস  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সেদেশের জাতীয় পরিবহন নিরপত্তা সংস্থার হাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে দক্ষিন ডাকোটা থেকে পিলাটো পিসি -১২ নামের ওই ছোট বিমানটি যুক্তরাষ্ট্রর ইদাহো বিমানবন্দরের দিকে অবতরনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্ত উড়ান শুরু করার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। জাতীয় পরবহন নিরপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মর্কিন স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুপুরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত কয়েকদিন ধরেই সংশিষ্ট এলাকায় ব্যাপক শৈত্যপ্রবাহ, তুষারপাত এবং শীতকালীন ঝড় চলছে। ফলে আবহাওয়া যথেষ্টই প্রতিকূল ও দৃশ্যমানতাও যথেষ্ট কম। সেই কারনেই তুষারঝড়ের কবলে পড়েই দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular