Homeএখন খবরPerol Protest; খড়গপুর থেকে চন্দ্রকোনা রোড, পেট্রোল ডিজেল কিনলেই মিষ্টি মুখ করিয়ে...

Perol Protest; খড়গপুর থেকে চন্দ্রকোনা রোড, পেট্রোল ডিজেল কিনলেই মিষ্টি মুখ করিয়ে প্রতিবাদ যুব তৃনমূলের! দাদা আমাকে মোদি বানাবেন না

নিজস্ব সংবাদদাতা: পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদে নামল পশ্চিম মেদিনীপুরের যুব তৃনমূল কংগ্রেস কর্মীরা। মহার্ঘ্য পেট্রোল ডিজেল কিনলেই ক্রেতাদের মিষ্টি মুখ করালেন তাঁরা। মঙ্গলবার খড়গপুর শহরের একটি পেট্রোল পাম্পে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এমনই বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূল কংগ্রেসের সদস্যরা। যার নেতৃত্বে ছিলেন খড়গপুর শহর যুব তৃনমূলের সভাপতি অসিত পাল। কর্মসূচিতে হাজির ছিলেন খড়গপুর শহরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার।

অসিত পাল জানান, ‘”নরেন্দ্র মোদির জামানায় পেট্রোল ডিজেল আজ সোনার মতই মূল্যবান যা কিনতে মানুষের নাভিশ্বাস উঠছে। নিত্যপ্রয়োজনীয় এই বস্তুটি মানুষ কিনতে বাধ্য হচ্ছেন নিজের গরজে। হয়ত পকেটের শেষ পয়সা দিয়েও মানুষ জ্বালানি কিনছেন। তাঁদেরই স্বান্তনা দেওয়ার জন্যই এই মিষ্টি মুখ করাচ্ছি আমরা। সাথে সাথে মানুষকে এটাও বলছি এই সময়টার কথা মনে রাখুন আর তৈরি হন ২০২৪সালের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ জুড়ে মোদিকে হটানোর যে লড়াই শুরু হতে চলেছে তার পাশে দাঁড়ান।”

খড়গপুরের মতই এদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড (গড়াবেতা-৩ ব্লক) যুব তৃণমূল তথা টিম অভিষেকের সদস্যরা। টিমের সদস্যরা মিছিল সহযোগে সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসা ব্যক্তিদের মিষ্টিমুখ করিয়ে প্রতিবাদ করেন তাঁরা। তৃনমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সাগর মন্ডল বলেন, ‘মোদি জী দায়িত্ব নিয়েছেন দেশের গরিব মধ্যবিত্ত মানুষকে আরও অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য। অবস্থা এখন এমনই যে, আমরা যদি মোদিজীকে গদি থেকে সরাতে না পারি তবে মোদিজী সাধারণ মানুষকেই হটিয়ে দেবেন। তাই এই প্রতিবাদ আমাদের অস্তিত্ব রক্ষার আর মোদিজীকে গদি থেকে সরানোর।’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা নিশীথ মন্ডল।

মঙ্গলবার খড়গপুরে বিক্ষোভ কর্মসূচির অন্য একটি অঙ্গ ছিল পেট্রোল পাম্পের কর্মীদের মুখে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরানোর। এই মুখোশ পরানোর সময় এক পেট্রোল পাম্প কর্মী হাত জড়ো করে যুব কর্মীদের বলেন, ” দাদা, আমি সাধারণ একজন কর্মী। পাম্পে কাজ করে খাই। আমাকে মোদি বানাবেন না। আমাদের কোনও মুখোশ নেই।”

কলকাতাকে পেছনে ফেলে এই মুহূর্তে রাজ্যের ১৯টি জেলায় ১০০ টাকা পৌঁছে গেছে প্রতি লিটার পেট্রোলের দাম । দার্জিলিংয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ২৮ পয়সা। আলিপুরদুয়ারে লিটার প্রতি ১০০ টাকা ৯০ পয়সা। কোচবিহারে ১০০ টাকা ৭৯ পয়সা। মুর্শিদাবাদে ১০০ টাকার ৭৪ পয়সা। বালুরঘাটে ১০০ টাকায় ৪০ পয়সা। বাঁকুড়া তে ১০০ টাকা ৬০ পয়সা। পুরুলিয়াতে ১০০ টাকা ৮৮পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা। আজ দাম বেড়েছে ৩৯ পয়সা। তবে ডিজেলের দাম রয়েছে একই ৯২টাকা ৭৮ পয়সা। রবিবার বেড়েছিল ডিজেলের দাম ২৪ পয়সা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বাস-ট্যাক্সি অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই।

RELATED ARTICLES

Most Popular