বিস্ফোরনে এমনই হাল ট্র্যাক্টরের নিজস্ব সংবাদদাতা: শনিবার বিকালে এক ভয়াবহ বিস্ফোরনে মৃত্যু হয়েছে অন্ততঃ ১৫জন ধার্মিক ভক্তের, আহত হয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকায় পাঞ্জাব পুলিশ। অনেক মৃতদেহ এমনই ছিন্নভিন্ন হয়ে গেছে যে তাঁদের সনাক্ত করাই মুশকিল হয়ে পড়েছে। আহত প্রায় ২০জন মানুষকে আশংকা জনক অবস্থায় স্থানীয় হাসপাতাল, নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে এঁদের মধ্যে অনেকরই অবস্থা এতটাই গুরুতর যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রচুর পরিমান রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন সাধারন মানুষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে নগর কীর্তন চলার সময় বাজি ভরতি ট্র্যাক্টরে বিস্ফোরন হওয়ার ফলে এই বিপত্তি। শোভাযাত্রা চলার সময় মাঝে মধ্যেই বাজি পাঠানো হচ্ছিল আর সেই কারনে শোভাযাত্রার সাথে সাথেই ট্র্যাক্টরটি চলছিল । শনিবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরনতারন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি জখমদের হাসপাতালে ভ করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শিখদের এক ধর্মগুরু বাবা দীপ সিংহের জন্মদিন ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুরে পাঞ্জাবের তরণতারণ এলাকার একটি অঞ্চলে ধর্মীয় শোভাযাত্রা নিয়ে নগর কীর্তন করতে বেরিয়ে ছিলেন ধর্মীয় সংস্থার লোকেরা। ঢাক, ডোল ও কাঁসর ঘণ্টা নিয়ে কীর্তন করার পাশাপাশি বাজিও ফাটাচ্ছিলেন শোভাযাত্রায় থাকা মানুষজন। তাই ওই শোভাযাত্রার সঙ্গে একটি বাজি ভরতি ট্র্যাক্টরও নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকা ওই ট্র্যাক্টরে বিস্ফোরণ হওয়ার ফলে নিমিষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। চোখের পলক ফেলার আগে মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। জখম হন আরও ২০ জন। তাঁদেরমধ্যে অনেকের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এপ্রসঙ্গে তরন তারনের বিশেষ পুলিশ সুপার ধ্রুব দাহিয়া বলেন, ওই নগর কীর্তন চলার সময় আচমকা বাজি ভর্তি ট্র্যাক্টরে বিস্ফোরণ হয়। এর ফলে চোখের নিমিষে বাজির আগুন ছড়িয়ে পড়ে নগর কীর্তনে থাকা মানুষজনের শরীরে। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে,বাজি ভরতি ট্র্যাক্টরটি আচমকা বিস্ফোরণ হওয়ার ফলে ঘটনাস্থলেই ১৪-১৫ জনের মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে, বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে পড়ে ওই ট্র্যাক্টরের ওপর আর তার থেকেই ঘটে যায় এই বিপত্তি।
ধর্মীয় শোভাযাত্রায় ভয়াবহ বিস্ফোরন, দু-টুকরো হয়ে গেল ট্র্যাক্টর, নিহত ১৫,আহত আরও বেশি
RELATED ARTICLES