Homeটেক আপডেটকরোনা আবহের মধ্যেই ৫জি স্মার্টফোন লঞ্চ করল OPPO।

করোনা আবহের মধ্যেই ৫জি স্মার্টফোন লঞ্চ করল OPPO।

ডিজিটাল ডেস্ক: যখন সারা বিশ্ব করুনার জন্য লোক ডাউনে ঠিক তারই মাঝে একের পর এক ফোন লঞ্চ হচ্ছে চীনে।

OPPO এর নতুন মডেল OPPO Ace 2
৫ জি কানেক্টিভিটির সাথেই আগামী সপ্তাহেই চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করতে চলেছে Oppo লাঞ্চ এর আগেই চীনের একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এর ফিচারগুলো সামনে এসেছে তার মাধ্যমে সমস্ত কিছু স্পেসিফিকেশন জানা গেছে নিচে এই ফোনের স্পিসিফিকেশন দেওয়া হল।

Image credit ‘gsmrena’

Oppo Ace 2 স্পিসিফিকেশন

১. এই ফোনের মধ্যে আছে Snapdragon 865 চিপসেট এর প্রসেসর যা আপনার প্রসেসিং পাওয়ার কে বাড়িয়ে তুলবে

২. এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।
৩. এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ১০৮০×২৪০০ পিক্সেল এর অ্যামোলেড ডিসপ্লে।

৪. এই ফোন‌ দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি ৮ জিবি Ram সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং  ১২ জিবি Ram এর সাথে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৫. ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। এবং এর সামনে দিকে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৬. এটির মধ্যে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

৭. এই ফোনে থাকছে ৪০০০ এম.এ.এইচ এর পাওয়ারফুল Li ion ব্যাটারি সাথে থাকছে 65W Super VOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট।

৮. এই ফোনের ওজন ১৬৮ গ্ৰাম

RELATED ARTICLES

Most Popular