ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত কিছুর পরিষেবায় এখন বন্ধ রয়েছে এরই মাঝে ই-কমার্স পরিষেবায় সবুজ সংকেত দিল উড়িষ্যা সরকার। প্রতিবেশী রাজ্যের মাধ্যমে জানানো হয়েছে যে ১৫ এপ্রিল থেকে পরিষেবা চালু হতে চলেছে রাজ্যে।
উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জানা জানিয়েছেন আমাজন, ফ্লিপকার্ট,ডিটিডিসি ব্লুডার্ট,বিগবাস্কেট সহ সব ই-কমার্স সংস্থার সমস্ত ধরনের ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে। এমনিতে আগে থেকেই বাছাই করা কিছু দোকান থেকে খাবার সহ জরুরী পন্যের ডেলিভারিতে ছাড় দেওয়া ছিল।
দেশের মধ্যে উড়িষ্যায় সর্বপ্রথম লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
রিপোর্ট অনুযায়ী উড়িষ্যায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ এর মধ্যে ১৩ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন
এবং এখনও ৪০ জন আক্রান্ত আইসোলেসনে আছেন।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন। দেশের মানুষকেও তিনি সরকারি নিয়ম নীতি কঠোরভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ২০ এপ্রিল থেকে দেশের যে সব এলাকায় করোনা সংক্রমনের কোনো খবর আসেনি সেই এলাকা গুলিকে লকডাউনে ছাড় দেওয়া হতে পারে। যদিও পরে সংক্রমণের খবর পাওয়া গেলে আবার লকডাউন করা হতে পারে।