নিউজ ডেস্ক: পরিবর্তিত আবহাওয়া আভাস দিচ্ছে শীতের। শীতের প্রভাব একটু একটু করে রাজ্যের কিছু কিছু এলাকায় অনুভূত হতে শুরু করেছে। তবে বঙ্গে বৃষ্টির ভ্রূকুটি পরিলক্ষিত হচ্ছে। উঁকি দিচ্ছে গভীর নিম্ন চাপ, যা রাজ্য জুড়ে প্রভাব ফেলতে চলেছে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ফের ঘনীভূত হচ্ছে। মায়ানমারের কাছে একটি নিম্নচাপ নতুন করে তৈরি হচ্ছে বলেও খবর। আবহবিদরা জানাচ্ছেন, এর প্রভাব নতুন করে পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণদিকের জেলাগুলিতে। বিশেষত বাংলার উপকূলভাগে এর প্রবল প্রভাব পড়বে শীতের আগেই। বিক্ষিপ্ত বৃষ্টি ও ঠান্ডা দুই মিলিয়ে এবারে বাংলার শীত অন্য মেজাজে আসছে।
প্রসঙ্গত, অসম, মেঘালয়, ত্রিপুরা, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকে এই নিম্নচাপের প্রভাব পড়বে। এদিকে, অসম, মেঘালয় ছাড়াও উত্তরপূর্বের ত্রিপুরা, নাগাল্যান্ড , মনিপুরে এর প্রবল প্রভাব পড়বে বলে খবর।
সোমবার উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইগুলি হল,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। অন্যদিকে, আজ রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়াতেও। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে।
এদিকে, নিম্নচাপ বঙ্গপোসাগরে মায়ানমার উপকূল থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের প্রবেশের সঙ্গে সঙ্গেই পড়বে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের আগে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সেই সময় পরিস্থিতি অনুকূল থাকলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতেও নামতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮. ২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩১ ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বনিম্ন ২৬.০১ ডিগ্রি সেলিসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় এদিন ৩৮,৮৯ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৪ ডিগ্রি। এদিকে এবার কড়া অথচ লম্বা শীতের প্রহর গুনতে হবে বঙ্গবাসীকে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দিল্লিতে এখনই ১২ডিগ্রি নেমে গেছে তাপমাত্রা যা গত এক দশকে এই সময়ে দেখা যায়নি।