নিউজ ডেস্ক: জলপাইগুড়ি জেলায় করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিশেষ কন্ট্রোলরুম শুরু করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক মহল।
রাজ্যের অন্যান্য জেলার সাথে জলপাইগুড়ি জেলাতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে।
এই করোনা মোকাবেলায় এবার জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে জেলা প্রশাসন শুরু করলো একটি বিশেষ কন্টলরুম। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এই কন্টলরুম শুরু করা হয়েছে। মুলত আই সি এম আরের পোটালে জেলার সমস্ত করোনার আপডেট আপলোড করার পাশাপাশি বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রাথমিক ভাবে মোট ৬৬ জন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে শুরু করা হয়েছে এই কন্টলরুম। প্রতিদিন ঘুড়িয়ে ফিরিয়ে এই শিক্ষকদের দিয়ে করোনা মোকাবেলার জন্য কাজ করানো হচ্ছে।
বর্তমানে সমস্ত বিদ্যালয় গুলি গরমের ছুটি কারনে বন্ধ রয়েছে৷ এই মাহামারির সময় জেলা প্রশাসনের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু টেলিফোনে জানিয়েছেন, এই কঠিন পরিস্তিতিতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের ডাটাএন্ট্রি অপারেটর দের নিয়ে কন্টল রুম করতে সেকারনেই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে আমরা এই কাজ শুরু করেছি।