বৃহস্পতিবার পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার |
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার তরুন ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানার পারুলদা গ্রাম। ব্যবসায়ী গৌতম দে কে খুন করা হয়েছে এই দাবিকে সামনে রেখে তীব্র অসন্তোষে ফেটে পড়ে স্থানীয় জনতা। জনতার দাবির মুখে স্নিফার ডগ আনতে বাধ্য হয় পুলিশ। যদিও তাতেও সন্তুষ্ট হয়নি মানুষ। অবশেষে অবিলম্বে রহস্যের কিনারা করার প্রতিশ্রুতি দিয়ে জনতাকে শান্ত করেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। শুক্রবার ফের সেই দাবি তুলে এলাকায় মৌন মিছিলে সামিল হলেন স্থানীয় ব্যবসায়ী ও জনতা।
শুক্রবার মিছিলে সামিল ব্যবসায়ী ও জনতা |
গৌতম আলু পেঁয়াজের পাইকারি ব্যবসা করতেন। তরুন তরতাজা ও অজাতশত্রু ওই যুবক গ্রামের পাশেই নন্দকিশোরপুর হাটেও ব্যবসা করতেন। শুক্রবার সেই নন্দকিশোরপুরের হাট বার ছিল। হাটের ক্রেতা বিক্রেতা মিলিয়ে প্রায় ৫০০ মানুষ সামিল হয় এদিনের মৌন প্রতিবাদ মিছিলের। তাঁদের হাতে ছিল অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করার দাবি সম্মিলিত পোষ্টার ও মোমবাতি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিছিলে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানিয়েছেন, গৌতমের মৃত্যু তাঁদের মনে আতংক ও ত্রাস তৈরি করেছে। এক ব্যবসায়ী বলেন, ‘আমরা যারা হাটে হাটে ব্যবসা করি আমাদের ভোরে, সন্ধ্যায় এমনকি অনেক রাতেও যাতায়ত করতে হয়। সঙ্গে টাকা পয়সা থাকে। এই ধরনের খুনি লুটেরারা যে কোনও সময় আমাদেরও আক্রমন করতে পারে। তাই অবিলম্বে এই খুনের কিনারা হওয়া দরকার।’
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক গ্রামবাসী জানান, ” এলাকায় মদ গাঁজা জুয়ার প্রাদুর্ভাব হচ্ছে। বাড়ছে সমাজবিরোধীদের আনাগোনা। আর এই কারনে অপরাধও বাড়ছে। গৌতম সেই অপরাধের বলি। পুলিশ কথা দিয়েছে ঘটনার কিনারা করার। সেটা যাতে কথার কথা না হয়ে যায় তাই আমাদের আন্দোলন চলতে থাকবে। খুনের কিনারা না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলন দেখবে পুলিশ প্রশাসন।”