Homeএখন খবরসংকটে গড়, নন্দীগ্রামে ২০কোটি বরাদ্দ করলেন শুভেন্দু

সংকটে গড়, নন্দীগ্রামে ২০কোটি বরাদ্দ করলেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে জোরালো ধাক্কা খেয়েছে তৃণমূলের অন্যতম উত্থানভূমি নন্দীগ্রাম। শুধুই তৃণমূলের কেন, শুভেন্দু অধিকারীরও উত্থানভূমিও নন্দীগ্রাম। গত লোকসভা নির্বাচনে প্রায় ৫০হাজার ভোট কমেছে এই নন্দীগ্রামে। হু হু করে বাড়ছে বিজেপি যাতে রীতিমত শঙ্কিত শাসকদল। সম্প্রতি একটি সভায় নন্দীগ্রামের ভোটে ধস নামা নিয়ে দলীয় কর্মীদের কাছে দুশ্চিন্তাও প্রকাশ করেছেন মন্ত্রী। কার্যত সেই গড় রক্ষায় নন্দীগ্রামের উন্নয়নের জন্য ২০কোটি টাকা বরাদ্দ করলেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার নন্দীগ্রামের এক সভায় অধিকারী সেই উন্নয়ন প্রকল্পগুলির ঘোষনা করতে এসে অবশ্য জানিয়েছেন, নন্দীগ্রামের ধারাবাহিক উন্নয়নের সঙ্গেই যুক্ত হল নতুন পালক।এদিন নন্দীগ্রামের সীতানান্দ কলেজ ময়দানে এক জনসভার মধ্য দিয়ে একাধিক প্রকল্প শিলান্যাস করে পরিবহন ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যার মধ্যে বৃহত্তম প্রকল্পটি হল দীর্ঘ ১৬কিলোমিটার লম্বা তালপাটি খালের সংস্কার যার জন্য বরাদ্দ হয়েছে সাড়ে আট কোটিরও বেশি টাকা।  এদিন তিনি শিলান্যাস  করেছেন ২১টি জল নিকাশি খালের ও তিনটি পুকুর খননের কাজের শুভ উদ্বোধন করলেন। পাশাপাশি নদি ভাঙন রোধে জলপাইতে প্রায় সাড়ে তিন কোটি ও একটি সেতু নির্মানে আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা শুধুই নন্দীগ্রাম নয় পাশের থানা খেজুরিতেও বিপন্নতার শঙ্কায় ভুগছে তৃণমূল। আগামী বিধানসভার আগেই সেই ক্ষত মেরামত করতে মরিয়া দল আর সেই লক্ষ্যেই নন্দীগ্রামের উন্নয়নকে আরও তরান্বিত করা হচ্ছে। উল্লেখ্য ৭২ঘন্টা আগেই নন্দীগ্রামে ঢোকার মুখে আটকে দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। 

RELATED ARTICLES

Most Popular