Homeএখন খবর৩ দিন পর আমার সরকার ক্ষমতায় আসবে, দেখে নেব আপনি কত বড়...

৩ দিন পর আমার সরকার ক্ষমতায় আসবে, দেখে নেব আপনি কত বড় পুলিশ অফিসার,’ হুমকি তৃণমূল নেতার

নিউজ ডেস্ক: ‘তিন দিন পর আমাদের সরকার ক্ষমতায় আসবে, তখন দেখে নেব।’ পুলিশকে হুমকি তৃণমূল নেতার। পূর্ব বর্ধমানের প্রতাপপুরের ঘটনা এটি। ভোটের সকালে আউশগ্রামের ১৫৩ নম্বর বুথে ডাঙাপাড়া হাইস্কুলে জমায়েত হয়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখা যায় সেখানকার তৃণমূল নেতা অরূপ মিদ্যা, তাঁর কর্মীদের নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তখনই রীতিমতো পুলিশের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে।

ওই তৃণমূল নেতা বলছেন, “ইলেকশন দেখাচ্ছেন নাকি? তিন দিন পর আমার সরকার আসবে আর আপনাদের কাজ করতে হবে এখানেই। তখন দেখে নেব…” হাঁটতে হাঁটতেই আঙুল উঁচিয়ে কথাগুলি বলছিলেন তিনি। সঙ্গে তিনি এও বলেন, ‘শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব।‘

পুলিশ যখন তাঁকে সরিয়ে দিচ্ছিল বলে তাঁর পাল্টা প্রশ্ন, “কী করছেন আপনারা এ সব? কী করছেনটা কী?” কর্তব্যরত পুলিশকর্তা তখন তাঁকে বলেন, “আমরা কিছুই করছি না, আপনি চুপ করুন…” কথা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতার পাল্টা প্রশ্ন, “আপনাদের কি শীতলকুচি করার ইচ্ছা আছে নাকি?”

ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়়িয়ে পড়ে এলাকায়। পুলিশের দাবী, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবী, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়। পরে ওই নেতাকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট গ্রহণ চলছে বৃহস্পতিবার। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular