Homeআবহাওয়াভরা কোটালের জেরে জলমগ্ন কলকাতা শহরের একাধিক এলাকা! বন্ধ বিদ্যুৎ পরিষেবা

ভরা কোটালের জেরে জলমগ্ন কলকাতা শহরের একাধিক এলাকা! বন্ধ বিদ্যুৎ পরিষেবা

নিউজ ডেস্ক: ভরা কোটালে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, বন্ধ বিদ্যুৎ পরিষেবা। কলকাতা শহর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে ভরা কোটালের জেরে জলমগ্ন শহরের একাধিক এলাকা। সেই সঙ্গে একাধিক জায়গায় হয়েছে বৃষ্টি। সেই জল নামতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। দ্রুত জল নামাতে ম্যানহোল খুলে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার।

CESC বিপদ এড়াতে শহরের একাধিক এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে। জল না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলে খবর।পূর্ণিমা, চন্দ্রগ্রহণ এবং ভরাকোটালের জেরে জলস্তর বেড়েছে গঙ্গা ও আদিগঙ্গার জলস্তর। আর তার জেরেই জলমগ্ন দক্ষিণ কলকাতার কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা।

এছাড়া নোংরা জল বসতি এলাকায় ঘরে ঢুকেছে। এদিকে রাতে জোয়ার এলে জলস্তর আরও বাড়বে।সেই সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আর এই জমা জল থেকে ঘটতে পারে বিপদ।দুর্ঘটনা এড়াতে সাঁকরাইল, বাউড়িয়া, বজবজ ও কালীঘাটের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িদাহত হওয়ার ঘটনা এড়াতে প্রয়োজনে জলমগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ এড়াতে পরিষেবা বন্ধ রাখার আবেদন করেছিলেন। এদিন রাজ্যের বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়েছে। প্রচুর বৈদ্যুতিক পোস্টের ক্ষতি হয়েছে।  তবে এখনও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার নির্দিষ্ট সময়ের আগেই ওড়িশার ধামড়া ও বালেশ্বরের মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সাড়ে ৯টা নাগাদ স্থলভাগ স্পর্শ করতে শুরু করে ইয়াস। ইয়াসের প্রভাব পড়তে শুরু করে বঙ্গেও। দিঘায় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। জলস্তর বেড়ে যায় ব্যাপক হারে। শহরের বুকে ঢুকতে শুরু করে জল। স্থানীয়দের দাবী, দিঘায় সমুদ্রের এমন ভয়ঙ্কর রূপ তারা আগে দেখেছেন বলে মনে নেই। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে আটটা নাগাদ গার্ডওয়াল টপকে দিঘা শহরে জল ঢুকতে শুরু করে। কার্যত জলের তলায় ঢুবে যায় আশপাশের দোকানগুলো। জলে ভাসতে থাকে মোটরবাইক। প্রবল জলোচ্ছ্বাসে বোল্ডার টপকে রাস্তায় চলে আসছে ঢেউ। প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় বাংলার একাধিক জেলা। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা। এই জেলা গুলিতে ঝড়ের প্রভাব পড়েছে ভয়াবহ।

RELATED ARTICLES

Most Popular