নিজস্ব সংবাদদাতা: জাতীয় নাগরিক পঞ্জি বা সংশোধিত নাগরিক আইন কিংবা কে স্বদেশী আর কে বিদেশী এসব হিসাব করেননি ওই ছ’জন। যাঁদের সম্মিলিত উদ্যোগে খড়গপুর ব্লকের মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয় সেজে উঠেছে ২০লক্ষ টাকা ব্যয়ে। ১৪০জন পড়ুয়ার জন্য পরিশ্রুত পানীয়জল, ঝাঁ চকচকে লাইব্রেরী আর পাঠকক্ষ, ছ’ কক্ষ বিশিষ্ট দ্বিতল সুশোভিত বিদ্যালয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামীন খড়গপুরের এই দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়টি দেখতে হলে আপনাকে যেতেই হবে কংসাবতী উপত্যকার মুকসুদপুরে।
স্কুলের প্রধান শিক্ষক লক্ষীকান্ত জানা জানালেন, ‘লড়াইটা শুরু হয়েছিল এই গ্রামেরই এক ছাত্র ও আমার সতীর্থ বিকাশ চন্দ্র পালের হাত ধরে ২০১৪ সালে।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক শ্রী পাল পরিশ্রুত পানীয় জল ও শ্রেনীকক্ষের জন্য ৮লক্ষ টাকা দিয়েছিলেন। এরপরই সেই কক্ষ উদ্বোধনের সময় তাঁর সঙ্গে এসেছিলেন সেই কলেজের গ্রন্থাগারিক শ্রীমতি এল.এন.হেগ ও তাঁর স্বামী স্টিফেন হেগ। তাঁরা স্কুলের গ্রন্থাগার ও কয়েকটি কক্ষ নির্মানের জন্য দান করলেন ৬লক্ষ ৩০হাজার টাকা।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর প্রয়োজনীয় টাকা প্রদান করলেন বৃটেনের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক শ্রীমতী ভারতী সেন ও আমেরিকার শিকাগোর অধ্যাপক কালিপদ পাহান। সেন দিলেন ২লক্ষ ও শ্রী পাহান দিলেন দেড় লক্ষ টাকা।এইভাবেই গড়ে উঠল এই আদর্শ প্রাথমিক বিদ্যালয়। লোক হিতকর আর্থিক সাহায্যে একটি ছয় কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের উদ্বোধন করে গর্বিত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবারই উদ্বোধন হয়ে গেল এই সম্মিলিত প্রয়াসের। শ্রী পাহান ছাড়া সমস্ত স্বদেশী ও বিদেশী অতিথিরা এসেছিলেন মুকসুদপুরে। সম্মানিত অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকাশ পাল মহাশয়ের বন্ধু মুম্বইয়ের অবসরপ্রাপ্ত ব্যাংকার শ্রীযুক্ত সুবীর নাগ মহাশয়। দুই ইঞ্জিনিয়ার শ্রীমতী মৈত্রেয়ী সামন্ত এবং শ্রীমতী পদ্মা নারায়ণ শ্রেণিকক্ষের আসবাবের জন্য তহবিল সরবরাহ করেছিলেন।
উপস্থিত প্রাথমিক শিক্ষা সংসদের পশ্চিম মেদিনীপুর চেয়ারম্যান নারায়ন সাঁতরা জানান, এই ব্লকের একমাত্র এই বিদ্যালয়টি ২০২০ সালের জানুয়ারী থেকে পঞ্চম শ্রেণি শুরু করার জন্য অনুমোদন পেয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত জানা মহাশয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অধ্যাপক বিকাশ পালের উদ্যোগে পুরো প্রকল্পের জন্য মোট ২০ লক্ষ টাকা পেয়ে গর্বিত ও কৃতজ্ঞ।