মুখোমুখি |
নিজস্ব সংবাদদাতা: বুধবারই ছিল এই শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। শেষ পরীক্ষার বিষয় ছিল জীবন বিজ্ঞান আর পরীক্ষা শেষ করে আনন্দে দ্রুত বাইক চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ছাত্রের নাম বিবেকানন্দ মাহাত (১৬), তার বাড়ি লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের চাঁদুয়া গ্রামে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে বিবেকানন্দ মাহাত লালবাঁধ গ্রামের বারুণশোল হাইস্কুলের ছাত্র বিবেকানন্দের মাধ্যমিক পরীক্ষার জন্য বরাদ্দ কেন্দ্র ছিল গিধনি এলোকেশী হাইস্কুলে।
স্থানীয়রা জানিয়েছেন, বিবেকানন্দের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র প্রায় ১৪ কিলোমিটার দুরে
। তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সে পাশের গ্রামেরা এক আত্মীয়ের বাড়ি থেকে বাইক নিয়ে এই কদিন পরীক্ষা কেন্দ্রে যাতায়াত
করত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরীক্ষা শেষ করে আত্মীয় বাড়িতে বাইক রেখে বাড়ি ফিরত। বুধবারও সেই মত পরীক্ষার শেষে ফেরার পথে বাড়ি ফিরছিল সে। ওই সময় নিজের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার আগে একটি ইট বোঝাই ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবেকানন্দ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সে। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে জামবনী থানার রাঙামেটিয়া ও শান্তিশোল গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা জায়গায়া যার দুপাশে কৃষি জমির রয়েছে। ঘটনার সময় ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে আসা একটি ইট বোঝাই লরির আসছিল। সম্ভবত ফাঁকা জায়গার কারনে দুটি যানই দ্রুত গতিতে ছিল যার ফলে কেউই শেষ অবধি যান নিয়ন্ত্রন করতে না পেরে মুখমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লরিটিকে আটক করেছে।