নিজস্ব সংবাদদাতা: তপশিলী জাতি গুলির মধ্যে প্রথমশ্রেনী ভুক্ত করা এবং রাজনৈতিক ও সরকারি কমিটি গুলিতে বাউরি প্রধান এলাকায় বিশেষ সংরক্ষনের পাশাপাশি বাউরী জনজাতিদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ে তোলার দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি। রবিবার পুরুলিয়ার পাড়া ব্লক এলকায় ব্লকস্তরীয় সম্মেলনের পাশাপাশাপাশি একটি প্রকাশ্য সম্মেলন থেকে এমনই দাবি করলেন নেতৃত্ব।
এদিন পাড়া থানার মহাদেবপুরে সমিতি একটি বিশাল সমাবেশে সংগঠনের রাজ্য সভাপতি বাবলু বাউরি বলেন, পুরুলিয়া সহ সহ দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাউরিরা বিপুল সংখ্যায় থাকলেও এই সমাজের উন্নয়ন সেভাবে হয় নি। তপশিলী জাতি হিসাবে সংরক্ষন তালিকায় বাউরিরা থাকলেও কোনও অজ্ঞাত কারনে সরকারি সুযোগ সুবিধা থেকে তারা প্রায় বঞ্চিত। তাই আমার প্রথম শ্রেনী হিসাবে সংরক্ষন তালিকায় মর্যাদা পেতে চাই।”
বাউরি আরও দাবি করেন, পুরুলিয়ার পাড়া , রঘুনাথপুর, চেলিয়ামা, কাশীপুর প্রভৃতি এলাকায় বাউরিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া স্বত্তেও সরকারি কমিটি বা রাজনৈতিক কমিটি গুলিতে তাঁদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। আর সেই কারনেই তাঁদের হয়ে বলার কেউ নেই। আমরা সর্বস্তরে উপযুক্ত প্রতিনিধিত্ব চাই।”
রবিবার সম্মেলন থেকে সিদ্ধান্ত হয়েছে উক্ত দাবি গুলিকে সামনে রেখে প্রতিটি ব্লকে সম্মেলন করার পর জেলা স্তরীয সম্মেলন হবে এবং তারপর রাজ্য ব্যাপী বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন সম্মেলন ও সমাবেশে উপস্থিত স্থানীয় বিধায়ক উমাপদ বাউরী। সমাজের দাবি দাওয়া গুলি নিয়ে এদিন মিছিলে হাঁটেন প্রায় পাঁচ হাজার মানুষ।