নিউজ ডেস্ক: এক পুলিশ আধিকারিকের মা-কে খুনের ঘটনায় উত্তাল রায়গঞ্জ।ওই বৃদ্ধাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম বাতাসি বর্মন।তার বয়স আনুমানিক ৭০ বছর। বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রামে। ঘটনায় বৃদ্ধার নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ভারী কোনও বস্তু দিয়ে মাথা থেঁতলে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ভোর সাড়ে তিনটে নাগাদ মৃতার বাড়িতে যান জেলা পুলিশের কর্তা, ডিএসপি সদর, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা। মুখ্য সন্দেহের তালিকায় থাকা ওই বৃদ্ধার নাতি শংকর বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে তিনি ইচ্ছুক নন।
পুলিশ সূত্রের খবর, মৃতার নাতি শংকর বর্মন ব্রাউন সুগারের নেশায় আসক্ত। ঠাকুমার টাকা চুরি করতে গিয়ে সে ধরা পড়েছিল। সোমবার রাতে এই নিয়ে গন্ডগোল হয়। তার জেরেই ওই বৃদ্ধা খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিন ভোরে মৃতার বাড়িতে গিয়ে দেখা গেল, চাপ চাপ রক্ত পড়ে আছে। কয়েক জায়গায় হাতের ছাপ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃদ্ধার ছেলে মোহিনীমোহন বর্মন বাগডোগরা থানায় সাব-ইনস্পেকটর পদে কর্মরত। মোহনীমোহনবাবু মায়ের মৃত্যুর খবর শুনে বাগডোগরা থেকে রওনা দেন তৎক্ষণাৎ। কী কারণে মাকে খুন হতে হল, পুলিশ তার তদন্ত করুক,চাইছেন তিনিও।