নিজস্ব সংবাদদাতা: ১৮ই ফেব্রুয়ারি দুর্গাচক শহর থেকে ৬ কিলোমিটার দুরে ঝিকুরখালির হুগলি নদীর চরে মিলেছে মা ও মেয়ের জীবন্ত দগ্ধ দেহ। পুলিশ জানিয়েছে অচেতন করার পর জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে তাদের। ৫দিনের মাথায় খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর তারও দুদিন পরে খুনির শাস্তি চেয়ে, ফাঁসি চেয়ে হলদিয়ার সেই দুর্গাচক করল তৃণমূলের প্রমীলা বাহিনী। হলদিয়া শহর মহিলা তৃনমূল কংগ্রেসের এই মিছিল যথেষ্টই কৌতুহল তৈরি করেছেন হলদিয়াবাসীর মনে বিশেষ করে শহরের দুর্গাচক এলাকায় যেখানে খুনের অভিযোগে ধৃত সেখ সাদ্দাম হোসেনের কার্যত ‘রাজ’ চলত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের বক্তব্য, এই সাদ্দামকেই দেখা যেত তৃণমূলের মিছিল মিটিং সভা সমিতিতে। এমন কি মহিলা তৃনমূল কংগ্রেসের অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। সেই সাদ্দাম যখন দুর্গাচক থেকে শুরু করে সমগ্র এলাকায় দাপট দেখিয়ে বেড়াত তখন কাউকে মিছিল টিছিল করতে দেখা যায়নি। শুধু তাই নয়, এত বড় নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর প্রায় ৮দিন লেগে গেল কেন ?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্গাচক তথা হলদিয়াবাসীর মতে শুধুই সাদ্দাম নয়, হলদিয়ার অন্ধকার জগৎকে শাসন করে এমন অনেকেই এখনও শাসকদলের সংগে যুক্ত আছে শুধু তাই নয় তারা এই খুনের মামলায় সাদ্দামকে মদত দিতেও পারে। হলদিয়ার একটি কুখ্যাত বাহিনীর সর্দার যাকে কিনা হলদিয়া মেলায় গুরুত্বপুর্ন ভূমিকা নিতে দেখা গেছে সেই বাহিনীর সদস্য ছিল সাদ্দাম। শাসকের কোলে বসে থাকা সেই বাহিনী সর্দারকেও দেখা যাচ্ছে তার ফেসবুক পেজে এই ঘটনার জন্য সাদ্দামকে তিরস্কার করতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১৮ তারিখ মা-মেয়ের লাশ মিলেছিল আর ২১তারিখই সাদ্দাম এবং তার দলবলকে দেখা গেছিল পুলিশের এক রক্তদান কর্মসূচীতে। হলদিয়াবাসীর যাঁরা এই রক্তদান কর্মসুচীতে গেছিলেন তারাই জানিয়েছেন এমন কথা। সব মিলিয়ে এখন শুধুই সাদ্দামকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে এমনটাই মনে করছেন হলদিয়াবাসী। শুধু তাই সাদ্দামকে একক ভাবে দোষি বলে দেগে দিয়ে বাঁচানো হচ্ছে আরও বড় মাথাদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হলদিয়ার বিজেপি নেতা প্রদীপ বিজলী বলেন, ” আসলে হলদিয়াতে এখন শাসক দলের এমনই অবস্থা, এমনই সঙ্গিন যে, রিগিং, ভোট লুট, গুন্ডামি ছাড়া এরা ভোটে জিততেই পারবেনা। তাই সমাজবিরোধীদের বাঁচিয়ে রাখা দরকার। নেহাৎই যখন একজন ফেঁসে গেছে, তাকে বাঁচানোর উপায় নেই তাই তার বিরুদ্ধে মিছিল টিছিল করে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হচ্ছে।”