Homeমহানগরমোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় সাফল্য নিউ জলপাইগুড়ি থানা পুলিশের

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় সাফল্য নিউ জলপাইগুড়ি থানা পুলিশের

অশ্লেষা চৌধুরী: বেশ কিছুদিন থেকে শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারের ব্যাটারি। কিছুতেই কী করবেন বুঝে উঠতে পারছিলেন না বেসরকারি মোবাইল কোম্পানির মালিকেরা। অবশেষে উপায় না দেখে কোম্পানিগুলির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায়। অভিযোগ দায়ের হয় এনজেপি থানাতেও। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।

 

তদন্তে নেমেই সাফল্য পুলিশের ঝুলিতে। রবিবার এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩ দুষ্কৃতকারীকে। এদের নাম- মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ কাইফ। এখানেই থেমে যান না পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িয়ে রয়েছে তাদের খোঁজে শুরু করে তল্লাসি। এই তিন অপরাধীদের আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে শুরু করে জিজ্ঞাসাবাদ। সেই সূত্র ধরে খোজ-খবর চালাতে গিয়েই গ্রেফতার করা হয় আরও দুজনকে।

 

সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ী এলাকা থেকে দিলীপ বর্মন এবং শান্তি পাড়া এলাকা থেকে জগন্নাথ সরকারকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত ২ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশি রিমান্ডে আনার আবেদন জানানো হবে আদালতের কাছে। পুলিশের অনুমান, বড় ধরনের কোনও গ্যাং এই কারবারে যুক্ত রয়েছে। তাই তদন্তের স্বার্থে‌ এই আবেদন আদালতের কাছে রাখবেন তারা।

 

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চক্রের বাকিদের ধরে চুরি যাওয়া মোবাইল সংস্থার টাওয়ারের ব্যাটারি গুলির উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এতে কতটা সাফল্য আসে, সেটা সময় বলবে।

RELATED ARTICLES

Most Popular