নিজস্ব সংবাদদাতা: এঘটনা অনেকবারই অনেক জায়গায় ঘটেছে কিন্তু ঘটার সময় বিষয়টি কেউ দেখতে পাননি বলে বিষয়টি অনেকেই বিশ্বাস করতে চাননি। অনেকে মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়েই কথা বলছেন, হঠাৎই বিস্ফোরণ ঘটেছে।
কেউ আবার বলেছে মোবাইলে গেম খেলতে খেলতে বিস্ফোরণ হয়েছে মোবাইলটি। কয়েকমাস আগে পশ্চিম মেদিনীপুরেরই একটি থানা এলাকায় সম্ভবতঃ সবংয়ে আমরা একটা খবর পেয়েছিলাম যেখানে একটি স্কুল পড়ুয়া মোবাইল গেম খেলতে খেলতে হাতেই মোবাইল ফেটে যায়।
ছেলেটির দুটো হাত এবং মুখ মারাত্মক জখম হয়। মোবাইল বিস্ফোরণ হলে সাধারণত তাই হয়। তবে বলে রাখা ভাল মোবাইল নয় আসলে বিস্ফোরণ হয় ব্যাটারিতে। আমরা এমন একটি ভিডিও পেলাম যাতে কিভাবে সেই বিস্ফোরণ হয় তা দেখতে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার রাধামোহনপুরের মোবাইল গ্যালারি এর মালিক বিশ্বজিৎ আচার্যের সংগে। তিনি এক খরিদ্দারের চাহিদা অনুযায়ী মোবাইলের ব্যাটারি পরিবর্তন করার উদ্দেশ্যে মোবাইল থেকে ব্যাটারি বের করতে যেতেই ঘটে গেল ঘটনাটা। কি ঘটল দেখুন নিজের চোখেই।