‘অ’ য় আজগর আসছেন তেড়ে, লম্বায় সাতফুট |
নিজস্ব সংবাদদাতা: শিশুদের খেলার জন্য বিনোদন পার্ক। আর সেই পার্কের গাছে ঝুলছে প্রমান সাইজের আজগর সাপ। সোমবার দুপুরে এমনই কান্ড দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগাড় গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর থেকে চার কিলোমিটার দুরে সদর মেদিনীপুর সদর ব্লকের গোপালপুর পার্কে। নন্দগাড়ি গ্রাম সংলগ্ন এলাকায় ওই পার্কের ঘটনায় তোলপাড় এলাকা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের জঙ্গল লাগোয়া গোপালপুর পার্ক এলাকায় গরু চরাতে গিয়েছিলেন কিছু গ্রামবাসী। হঠাৎই তাঁদের নজরে পড়ে গাছের ডালে বিশাল আকার একটি সাপ। সঙ্গে সঙ্গে এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। পাইথনটিকে দেখতে ভিড় জমাতে থাকেন আশপাশের গ্রামের লোকজন। গ্রামবাসীরা খবর দেন বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা এসে পাইথন টিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের কর্মী পৌঁছানোর আগেই গ্রামবাসীরা বাঁশ, গাছের ডাল ইত্যাদি দিয়ে খুঁচিয়ে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করেন। বনকর্মীরা যাওয়ার পর পাইথনটিকে উদ্ধার করে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুত্রের খবর বছর খানেক আগে গোপালপুর লাগোয়া খয়রুল্লাচক এলাকায় কয়েকটি পাইথনের বাচ্চা উদ্ধার হয়েছিল। তখন কোন বড় পাইথন পাওয়া যায়নি। তখন থেকেই স্থানীয় বাসিন্দারা মনে করছিলেন, এই এলাকায় বোর পাইথন রয়েছে। রবিবার জঙ্গলে গিয়ে একটি গাছের ডালে পেঁচিয়ে পাইথন টিকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গলের মধ্যে অবস্থিত গোপালপুর পার্ক। কোন রকম ভাবে ঐ এলাকায় পাইথনটি চলে এসেছে। সোমবার খবর পাওয়ার পর দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার করে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।