Homeএখন খবরকরোনা আক্রান্ত সস্ত্রীক CPM জেলা সম্পাদক তরুন রায়, মেদিনীপুরে ২৪ঘন্টায় সংক্রমিত ২৬

করোনা আক্রান্ত সস্ত্রীক CPM জেলা সম্পাদক তরুন রায়, মেদিনীপুরে ২৪ঘন্টায় সংক্রমিত ২৬

নিজস্ব সংবাদদাতা: এবার মেদিনীপুর শহরে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক তরুন রায় এবং তাঁর স্ত্রী রুবি রায়। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৭২ বছর বয়সী এই প্রবীন সিপিএম নেতা। স্থানীয় চিকিৎসক দেখিয়েও খুব স্বস্তি পাচ্ছিলেননা। এরপরই তিনি এবং তাঁর স্ত্রী মহিলা নেত্রী ৬৭ বছরের রুবি রায় বুধবার সকালেই নমুনা দিয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ওই দিনই আরটি/পিসিআর রিপোর্টে দুজনেরই পজিটিভ চিহ্নিত হয়েছে।

তরুন রায় দলের রাজ্য কমিটিরও নেতা। এদিন তাঁদের সঙ্গেই নমুনা দিয়েছিলেন পার্টির আরেক রাজ্য কমিটির নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহাও। যদিও তাঁর ফল নেগেটিভ এসেছে।

এদিন মেদিনীপুর শহর ও শহরতলিতে আরটি/পিসিআর পরীক্ষা মোতাবেক আক্রান্ত হয়েছেন ২৬জন। বিধাননগরে ৩৪ ও ৩২ বছরের তরুণ দম্পত্তি ও তাঁদের ৩ বছরের শিশুকন্যা আক্রান্ত । শহরে স্পষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমন ৫৪ ও ৪২ বছরের এক দম্পত্তিও আক্রান্ত হয়েছেন। একটি পরিবারে ২৮ ও ৩৩বছরের ২ মহিলা আক্রান্ত হয়েছেন।

এছাড়াও ২০ ও৩৩ বছরের যুবতী, ২৯ বছরের যুবক, ৪০ এবং ৫৬ বছরের আক্রান্তরা শহরের হলেও শহরের কোথায় তাঁরা বসবাস করেন তার ঠিকানা উল্লেখ হয়নি।মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঠিকানায় ৫৩ ও ৬০ বছরের ২ মহিলা আক্রান্ত। খাপরেল বাজারে আক্রান্ত ৪৫ বছরের গৃহবধূ। শরৎপল্লীতে ৪৫ বছরের পুরুষ ও কুইকোটায় ৬ বছরের শিশু আক্রান্ত।

হবিবপুর ও বল্লভপুরে আক্রান্ত ৫০ বছরের এক মহিলা এবং এক পুরুষ। গোলাপিচকে আক্রান্ত ৪৮ বছরের মহিলা। শহর থেকে দুরে পানপুর ও পানপাড়ায় ৬২ বছরের বৃদ্ধ ও ২৯ বছরের যুবক আক্রান্ত। গুরগুড়িপালে ৬৬ বছরের এক বৃদ্ধার দেহে করোনা জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে।

RELATED ARTICLES

Most Popular