Homeএখন খবরমাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে সবংয়ে একাধিক সভা করে বিতর্কে মানস

মাধ্যমিকের মধ্যেই মাইক বাজিয়ে সবংয়ে একাধিক সভা করে বিতর্কে মানস

বক্তব্য রাখছেন মানস ভূঁইয়া 

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৯শে ফেব্রয়ারি সবংয়ের মাটিতে ফের নিজের ক্ষমতা প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে তৃনমূল কংগ্রেস। সবংয়ে বিভাজিত তৃণমূলের মানস ভূঁইয়া গোষ্ঠিই মূলত আয়োজক এই সভার। কারন সভার ডাক দিয়েছে সবং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস। সাধারন ভাবে যুব তৃণমূল কংগ্রেস মানস ভূঁইয়া নিয়ন্ত্রিত অন্য দিকে সবংয়ের মূল তৃনমূল কংগ্রেস বা মাদার সংগঠনটি মানস বিরোধী গোষ্ঠি নিয়ন্ত্রিত।

যুব নেতার পোষ্ট 

মানস বিরোধী গোষ্ঠি বা অমূল্য মাইতি নেতৃত্বাধীন মাদার তৃনমূল ইতিমধ্যেই সংশোধিত নাগরিক আইন বিরোধী মিছিল করে ফেলেছে। এবার মানস ভূঁইয়া উদ্যোগ নিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি, ক্যা আর ‘জনবিরোধী’ বিজেপি বিরোধী কর্মসুচী সংগঠিত করার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ২৯তারিখ সবং হাই স্কুলের মাঠে  সেই সভা সফল করার জন্য মঙ্গলবার সবংয়ের একাধিক জায়গায় প্রচার কর্মসুচীতে রীতিমত মাইক বাজিয়ে সভা করলেন রাজ্য সভার সাংসদ মানস ভূঁইয়া এবং অন্যান্য নেতারা। যুব তৃনমূল নেতা স্বপন মাইতি নিজের ফেসবুকে তা ফলাও করে প্রচারও করেছেন। সেই ফেসবুক পোষ্ট অনুযায়ী দেখা যাচ্ছে এদিন মাইক বাজিয়ে সভা হয়েছে সবংয়ের ২নম্বর গ্রামপঞ্চায়েতের চুরকা, ৯নম্বরের খাগড়াগেড়িয়া, ৭নম্বরের কাপাসদা, ৮নম্বরের হারনান গ্রামে। অর্থাৎ দিনভর প্রচার চলেছে মাইক ব্যবহার করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী তার আগে প্রকাশ্যে মাইক বাজানো যায়না। কিছুদিন আগেই এই কারনেই সবংয়ের কৃষ্ণপলাশি গ্রামের মেলায় মাইক বাজানো বন্ধ করে দিয়ে প্রশংসিত হয়েছিল পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে বুধবারের সভার জন্য কোনও অনুমতিই নেওয়া হয়নি যুব তৃনমূলের পক্ষ থেকে। অন্যদিকে সভার আয়োজকরা বলেছেন, খুবই মৃদু লয়ে মাইক বাজানো হয়েছিল।   

RELATED ARTICLES

Most Popular