গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃকাটোয়ায় শবদেহ দাহ করতে এসে গঙ্গায় তলিয়ে নিখোঁজ এক ব্যক্তি।নিখোঁজ ব্যক্তির নাম মহিম পাল(৪৯)।জানা যায়,গতকাল মঙ্গলবার কৈচর থেকে এক প্রতিবেশীর মৃতদেহ সৎকার করতে এসেই সন্ধ্যায় গঙ্গায় স্নান করতে নামে মহিম।তারপর গঙ্গায় তলিয়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যক্ষদর্শীরা জানান,মহিম মদ্যপ অবস্থায় স্নান করতে নামে এবং তলিয়ে যায়।সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরা দীর্ঘক্ষণ খোঁজ চালায়।মহিমের কোনো খোঁজ পায় না।কাটোয়া থানার পুলিশে খবর দেওয়া হয়।কিন্তু গতকাল রাত্রিতে অন্ধকার থাকায় উদ্ধারকার্য চালানো সম্ভব হয় নি।আজ অর্থাৎ বুধবার বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ডুবুরি নামিয়ে নিখোঁজ মহিম পালের সন্ধান চালানো হয় গঙ্গায়। বিকাল পর্যন্ত খবর মহিম পালের কোনো খোঁজ পায় নি ডুবুরিরা।