Homeএখন খবরজুনেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল

জুনেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল

ওয়েব ডেস্ক: করনা আবহের মধ্যেই চলতি মাসে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সে অনুযায়ী পর্ষদের তরফে আগামী ২ দিনের মধ্যে বিভিন্ন জেলার পরীক্ষকদের খাতা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতি বছর ইতিমধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়ে যায়। শুরু হয়ে যায় একাদশ শ্রেনীর ক্লাস। কিন্তু এবছর করনার জেরে অবস্থা অন্যরকম। এখনও পর্যন্ত মাধ্যমিকের ফলই প্রকাশ হয়নি। এর জেরে একাদশ-উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস নতুন করে শুরু হওয়া নিয়ে নানান সংশয় দেখা দিয়েছে। ফলে কবে থেকে নতুন ক্লাস শুরু হবে তা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে নানান আশঙ্কা দেখা দিয়েছে। তাই সব দিক বিবেচনা করে চলতি মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে আগ্রহী মধ্যশিক্ষা পর্ষদ।

তবে পর্ষদের এই সিদ্ধান্তে বেশ খানিকটা বিপাকে পড়েছেন প্রধান পরীক্ষকরা। পর্ষদের তরফে বলা হয়েছে প্রত্যেক পরিক্ষককে ৪৮ ঘণ্টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস অথবা কলকাতার সদর দফতরে এসে নম্বর জানিয়ে দেন।

কিন্তু এ নিয়ে কলকাতা সহ বিভিন্ন জেলার শিক্ষকমহলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পরীক্ষকদের বক্তব্য, ‘’লকডাউন পুরোপুরি ওঠেনি। এর জেরে এখনও পর্যন্ত গণপরিবহণও পুরোপুরি চালু হয়নি। সবার গাড়ি বা মোটর বাইক নেই। ফলে দূরের শিক্ষকরা কিভাবে খাতা জমা করবেন?’’

এ বিষয়ে শিক্ষক সংগঠন বিজিটিএ পর্ষদকে প্রস্তাব দিয়েছে, শিক্ষকদের অসুবিধার কথা মাথায় রেখে কলকাতা-সহ বিভিন্ন জেলায় একটি জায়গা নির্দিষ্ট করে প্রশাসনিক সাহায্যে গাড়ি পাঠিয়ে সেখান থেকে উত্তরপত্রগুলি দেওয়া-নেওয়া হোক।

পর্ষদ সূত্রের খবর , মে মাসের প্রথম থেকেই রাজ্যের প্রত্যেকটি জেলার শিক্ষকদের থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ । প্রথমভাগে গ্রিন জেলাগুলি এবং তারপরে অরেঞ্জ জোনের অন্তর্ভুক্ত জেলাগুলি থেকেই উত্তরপত্র সংগ্রহ করা হয়।

পর্ষদ সূত্রে খবর, লকডাউন পরিস্থিতেও ইতিমধ্যে প্রায় ৯০% নম্বর তাদের কাছে জমা পড়ে গিয়েছে। আর ১০% নম্বর সংগ্রহের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার পরিক্ষকরা।

RELATED ARTICLES

Most Popular