নিউজ ডেস্ক :উচ্চ মাধ্যমিকের সময়সূচীর পর প্রকাশিত হল 2021 সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে লিখিত পরীক্ষার দিন প্রকাশিত হয়েছে। 1 জুন থেকে 10 জুন পর্যন্ত মাধ্যমিকের লিখিত পরীক্ষা চলবে।দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা 2021-এর দিনগুলি
1 জুন – প্রথম ভাষা , 2 জুন – দ্বিতীয় ভাষা 3 জুন – ভূগোল, 5 জুন – ইতিহাস
6 জুন – গণিত, 8 জুন – জীবন বিজ্ঞান. 9 জুন – ভৌত বিজ্ঞান, 10 জুন – ঐচ্ছিক বিষয়
জানা গিয়েছে সকাল 11:45 মিনিট থেকে দুপুর 3 টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবে পরীক্ষার্থীরা। করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। পাশাপাশি রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। সব দিক বিবেচনা করে এবার জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ ও সংসদ।
গত বৃহস্পতিবার প্রকাশিত হয় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। সংসদের তরফে জানানো হয়, ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক । সূচী অনুসারে ৩০ জুন রয়েছে পরীক্ষা।
ওই দিন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।দেশ জুড়ে ওই দিন হুল দিবস পালিত হয়। উসবের দিনে পরীক্ষাগ্রহণের পক্ষপাতী নয় সরকার।