নিজস্ব সংবাদদাতা: আশঙ্কা মতই শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ খড়গপুর শহর ও সংলগ্ন এলাকায় প্রবল নিম্নচাপের দরুন ঝড় ও বৃষ্টি আছড়ে পড়তে দেখা গেল। ঝড় আর বৃষ্টির সাথে ছিল তীব্র বজ্রপাতও। মুহুর্মুহু বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানিতে কেঁপেছে শহর। মাত্র মিনিট কুড়ির বৃষ্টিতে শহরের বহু অংশে জল জমেছে। একই সাথে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে উপকুলীয় অঞ্চলে। বৃষ্টি হয়েছে মেদিনীপুরেও। জানা গেছে
এরই সাথে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী ৪৮ঘন্টা প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে কারণ এবার শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে ধেয়ে আসছে উম্ফান।
উম্ফানের জেরে এবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দু’একটি জেলাতে তাছাড়া এর জেরে উত্তরবঙ্গেও আজ ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
তাছাড়া এবার আন্দামান-নিকোবর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী চার-পাঁচ দিন ঝড়- বৃষ্টি আরো বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাপ্ত খবর অনুযায়ী জানতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সুমাত্রা দ্বীপের ঘূর্ণবর্ত দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে আবার সেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী ৪৮ঘন্টার মধ্যে তার প্রতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
প্রথমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এবং পরে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে।
অর্থাৎ মায়ানমার ও বাংলাদেশের সংলগ্ন উপকূলেও প্রবেশ করবে এটি উপকূলে প্রবেশ করার সময় গভীর নিম্নচাপের সঙ্গে প্রতি ঘণ্টায় ৭০কিলোমিটার বেগে ঝড় হাওয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।এই মুহূর্তে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ সকাল থেকেই এই নিম্নচাপের জেরে খড়গপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা এমন কী বেলা বাড়ার সাথে সাথে আকাশ আরো কালো ও মেঘলা হতে দেখা যাচ্ছিল।
অন্যদিকে আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ওয়েদার অনুযায়ী আজ শনিবার খড়গপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ডিগ্রি নিচে। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৯শতাংশ। উম্ফানের জেরে আগামী ৪থেকে ৫দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চল গুলিতে। এই নিয়ে পর পর চারদিন ঝড় আর বৃষ্টি চলছে খড়গপুরে।