স্কুল থেকে শুরু করে সব ছবি নিয়ে অনশন প্রেমিকের |
নিজস্ব সংবাদদাতা: ছোটবেলার প্রেম, প্রেম স্কুল আমল থেকেই। স্কুল কলেজ পেরিয়ে প্রেম আর গাঢ় হয়েছে বিশ্ববিদ্যালয়ে। জঙ্গলমহলের কন্যা এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর প্রেমিকার টানে জঙ্গলমহল ছেড়ে প্রেমিকও কাজ নিয়েছে মহানগরে। জঙ্গলমহল ছাড়িয়ে প্রেম তাই বিকশিত হয়েছে কল্লোলিনীর আলোকিত পথেও। কিন্তু হঠাৎই কালো মেঘ দেখা দিয়েছে প্রেমিকার জীবনে। শোনা যাচ্ছে কন্যার বিয়ে ঠিক করা হচ্ছে অন্য কোথাও।আর খবর পেয়েই কন্যার বাড়ির সামনেই অনশনে বসলেন প্রেমিক আর প্রেমিকের পাশে তার পরিবারও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার ঝাড়গ্রামের পাটাশিমুল গ্রামে মেয়ের বাড়ির সামনে এমনই দৃশ্য দেখল সারা গ্রাম। গ্রামবাসীদেরও একাংশের দাবি এলাকার অনেকেই জানত মোহনপুরের বাসিন্দা নীলিমেশ ও এই কন্যার প্রেমের কাহিনী ৷মেয়ের পরিবারে আসা যাওয়াও ছিল নীলিমেশের এমনকি মেয়েটির পারিবারিক ব্যাপারেও সহযোগিতা করত ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে দিন গত চারেক আগে মেয়েটিকে বিয়ে করার জন্য ঝাড়গ্রাম থেকে এক পাত্র দেখতে যায় এবং মেয়ে পছন্দ হয়ে যায় তাঁদের। মেয়ের পরিবারও ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মনস্থির করে ফেলে। জানা গেছে চেষ্টা করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলনা নীলিমেশ তাই বাধ্য হয়ে এই পথ বেছে নেয় সে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার নীলিমেশ জানায়, ‘ আমি আমার সর্বস্ব দিয়ে ওকে ভালবাসি। ও আমাকে ভালোবাসে । পরিবারের চাপে অসহায় গৃহবন্দী হয়ে আছে। ও যদি সবার সামনে বলে দেয় যে ও আমাকে বিয়ে করতে চায়না আমি নীরবে মেনে নেব। ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাইনা। এ বিষয়ে অবশ্য মেয়ে বা তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।