নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতে ভুবনেশ্বর থেকে ঝাড়গ্রামের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে উদ্ধার করল ঝাড়গ্রাম পুলিশ। শুক্রবার ওই জঙ্গলে তল্লাশি চালানোর পর অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয় ৫৮বছর বয়সী নয়ন দাস নামের ওই ব্যক্তিকে। তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলেই জানা গেছে। ঝাড়গ্রাম শহরেরই সত্যবানপল্লীর বাসিন্দা নয়নের নিখোঁজ হওয়ার পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ। তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
উল্লেখ্য নয়ন দাসের সঙ্গে ভুবনেশ্বর থেকে একই সাথে ফিরছিলেন তাঁর দুই সহকর্মী শহরেরই নৃপেনপল্লীর বাসিন্দা জগদীশ মল্লিক ও জামবনী থানার হরিণাগঞ্জ গ্রামের বাসিন্দা গনেশ মাহাতো।গনেশ এবং জগদীশের দাবি যে ঠিকাদারের অধীনে তাঁরা কাজ করতেন সেই ঠিকাদারই একটি গাড়ি ভাড়া করে শনিবার সকালে তাঁদের রওনা করিয়ে দেন। শনিবার রাতে ঝাড়গ্রাম শহর থেকে ১৫কিলোমিটার আগে লোধাশুলির কাছে পুলিশের নাকা চেকিং চলছিল সেই চেকিং এড়ানোর জন্য গাড়ির চালক তাঁদের সেখানেই নামিয়ে দিয়ে ফেরৎ চলে যায়।
এরপর তিনজনে মিলে জঙ্গলের পথে ঝাড়গ্রাম শহরের দিকে হাঁটা দেয়।
রবিবার সকালে তাঁরা শহর থেকে কয়েক কিলোমিটার দুরে বোরিয়া জঙ্গলে একটি হাতির মুখে পড়ে যান। জগদীশের বক্তব্য, তিনজনই দৌড়াতে থাকেন। আর এই দৌড়ানোর সময় নয়ন জঙ্গলে পড়ে যান। পড়ে গিয়ে নয়ন জগদীশকে ডাকেন। জগদীশ কাছে এলে নয়ন তাঁকে বলেন তাঁর হাঁটার ক্ষমতা নেই সে যেন গাড়ি নিয়ে আসে। জগদীশ শহরে গিয়ে গাড়ি নিয়ে ফিরে আসে কিন্তু নয়নের দেখা না পেয়ে ফিরে যান এবং দুপুরে নয়নের পরিবারকে বিষয়টি জানান। জগদীশ সোমবার বিষয়টি নাকি মৌখিক ভাবে থানাকে জানান।
নয়নের পরিবারের বক্তব্য, তাঁদের তরফে অনেক খোঁজাখুঁজির পরে নয়নের কোনও খোঁজ না মেলায় বৃহস্পতিবার তারা ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানায়। অন্যদিকে জামবনীর গনেশ মাহাতোর বক্তব্য, সে ছুটে সোজা গ্রামেই ফিরেছিল তাই পরের ঘটনা তাঁর জানা নেই। বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পরই শুক্রবার পুলিশ ওই জঙ্গলে তল্লাশি চালায় ও নয়নকে উদ্ধার করে।
এখন প্রশ্ন হল, লোধাশুলি থেকে জঙ্গলপথে খুব জোর হলে ১২কিলোমিটার ওই বোরিয়া জঙ্গলে পৌঁছাতে সকাল হয়ে গেল কেন? নয়ন যদি জগদীশকে গাড়ি আনতেই বলেছিল তাহলে সে জায়গা থেকে সরে গেল কেন? নয়নের বাড়ির লোকের পরিবর্তে জগদীশ কেন সোমবার থানায় নয়নের কথা জানাতে গেছিল? নয়নের পরিবারের কেন বৃহস্পতিবার লেগে গেল থানায় অভিযোগ করতে? গনেশ পালিয়ে বাড়ি পৌঁছানোর পর কেন খবর নিলনা বন্ধুদের কী হল? ইত্যাদি ইত্যাদি। পুলিশ এই নিখোঁজ রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে।