Homeএখন খবরপ্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ শিবির

প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ শিবির

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ সোমবার কাটোয়া ২ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জগদানন্দপুর, গাজীপুর ও অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬ জন উপভোক্তাদের প্রত্যেককে ৫ টি করে মোট ৮০টি বাংলার কালো ছাগল  প্রদান করা হয় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যেককে প্রদেয় ৫টি ছাগলের মধ্যে ৪টি স্ত্রী ছাগল এবং আগামী দিনে প্রজননের জন্য ১ টি পুরুষ ছাগল । এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে ছাগল পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় । ছাগল গুলির স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক উপভোক্তাদের বিভিন্ন প্রকারের ওষুধ প্রদান করা হয় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছাগলের মারাত্মক রোগ পিপি আর এর প্রতিষেধক টিকা প্রায় ২১ দিন আগে ছাগল গুলি কে  প্রয়োগ করা হয়েছে যাতে এই রোগে বিতরিত ছাগলের  মৃত্যু না হয়। এছাড়া প্রত্যেক  উপভোক্তাকে সরকারি এপিক ব্র্যান্ডের ছাগলের দানা খাবার দেওয়া হয়। প্রদেয় ছাগলগুলির ভবিষ্যতে হঠাৎ মৃত্যুতে উপভোক্তাদের  আর্থিক ক্ষতি এড়াতে ছাগল গুলির বীমার ব্যবস্থাও করা হয়।

এই উপলক্ষ্যে  কাটোয়া ২ নং সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং  ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না,  কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সুব্রত মজুমদার,  প্রাণী চিকিৎসক ডাঃ প্রশান্ত পাল সহ পঞ্চায়েত সমিতির ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সুব্রত মজুমদার তাঁর ভাষণে বলেন,  বর্তমানে রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করেছেন । তিনি  উপভোক্তাদের অত্যন্ত যত্ন সহকারে বিজ্ঞান সম্মত ভাবে  এই প্রাণী গুলিকে  পরিচর্যা ও রক্ষণাবক্ষেণ  করতে আবেদন করেন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাণী চিকিৎসক ডাঃ প্রশান্ত পাল আশা প্রকাশ করেন যে, এই ছাগল গুলি প্রশিক্ষণে উল্লিখিত বিজ্ঞান সম্মত উপায়ে  প্রতিপালন করলে অবশ্যই এই উপভোক্তাদের পারিবারিক আয় বৃদ্ধি পাবে । এদিকে  উপভোক্তারাও ৫ টি করে ছাগল, ওষুধ, ছাগলেরা দানা খাবার, প্রশিক্ষণ ও বীমার সুবিধা পেয়ে খুব খুশী।  উপস্থিত উপভোক্তারা সরকারের এই উদ্যোগকে অকুণ্ঠ ধন্যবাদ  জানান ।

RELATED ARTICLES

Most Popular