নিউজ ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় নজরকাড়া অনেক কিছুরই সন্ধান মেলে। আর তা যদি হয় বন্য কোনও প্রাণীর, তা ভাইরাল হতে সময় নেয় না মোটেই। এই যেমন ধরুন এক মুহূর্তেই জনপ্রিয় হয়ে গিয়েছে স্টালিং। বলা চলে সোশ্যাল মিডিয়া জুড়ে যেন তারই রাজত্ব চলছে। এখনও পর্যন্ত প্রতিটি ভিডিয়োতে কম করে ১০০০ খানেক লাইক পড়েছে। কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা।
ছোট্ট একটি গোল্ডেন রিট্রিভার। পুরোপুরি যেন ফারের বল, নাম আবার স্টার্লিং নিউটন। ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়ীর সামনে বসে আছে স্টার্লিং। তুষারপাত উপভোগ করছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ছোট্ট সারমেয়র তুষার পাতে খেলার ভিডিয়ো। অনেকে তো লুপে তা দেখছেনও।
পাপস অফ গোল্ডেন নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোল্ডেন রিট্রিভারের ছোট ছোট ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যা দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া। ইনস্টা পোস্টের ক্যাপশন, ‘বেবি স্টার্লিংয়ের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা।
‘ক্লিপে দেখা যাচ্ছে, বাড়ীর সামনে বসে নিজের হাত-পা থেকে বরফের ছোট ছোট ফ্লেক্সস চাটছে সে। ভাবুন কাণ্ডটা। তারপরে তো খেলাধুলো, বরফে লুটোপুটি খাওয়া কিছুই বাকি রাখেনি সে। বাড়ীর সামনে বরফে ঢাকা রাস্তায় হুটোপাটি করে খেলা করছে ছোট্ট স্টার্লিং।
সারাদিনে ব্যস্ততার শেষে ছোট্ট স্টার্লিংয়ের এই তুষারপাত উপভোগ করা দেখে আপনারও সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে।