নিউজ ডেস্ক: গুজরাটের গির অরণ্য বিখ্যাত এশিয়াটিক সিংহের জন্য।প্রকাশ্য রাস্তায় কেশর নাড়িয়ে জল খাচ্ছে সিংহ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। সেই এশিয়াটিক সিংহই প্রকাশ্য রাস্তায় বর্ষাকালের জমা জল পান করার একটি সাম্প্রতিক ভিডিও পোষ্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা এক IFS আধিকারিক। মুহূর্তে কয়েক মিলিয়ন শেয়ার হয়ে তা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে।
অপরূপ সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার সাহায্যে ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে মুহুর্তের মধ্যে। যারা অ্যাডভেঞ্চার প্রেমীদের মধ্যে। লাইক, কমেন্টে ভরে যাচ্ছে পেজ। প্রকৃতির কোলে বন্যপ্রাণীরা যে এত সুন্দর তা সত্যিই ভিডিওটি না দেখলে বোঝা যায়না। এখানে সিংহ মামা একদমই রেগে নেই; সুষ্ঠুভাবে এসে জল পান করছে।
গুজরাটের গির অরণ্য এর কাছে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় দুদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে স্তব্ধ যানচলাচল। সেখানে সিংহ মামা রাস্তার ধারে জমে থাকা জল পান করছে। তবে এই জল কিন্তু সাধারণ জল নয়, বৃষ্টির প্রথম জল পড়েছে গুজরাটের গির অরণ্য। আর সেই জল পান করে উপভোগ করছেন সিংহ মামা।
আই .এফ. এস অফিসার পারভিন কাসোয়ান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। কেশর নাড়িয়ে সিংহ মামার এমন বর্ষাযাপনকে উপভোগ করেছেন পশু প্রেমিক মানুষের দল। উল্লেখ্য এর আগে এই গির অরণ্যে সিংহের সেরা ভিডিও ভাইরাল হয়েছিল এক সাথে ৯টি সিংহের জল খাওয়া।২০১৬ সালে ৯টি সিংহ একই সাথে একটি জলাশয়ে জল খাচ্ছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছিল দেশ এমনকি বিদেশেও।
সাম্প্রতিক রাস্তার ধারে বর্ষার মিষ্টি জল পান করতে থাকা সিংহের ভিডিও এটাও প্রমান করছে যে এলাকায় নিরাপদ বোধ করছে সিংহটি। না হলে স্বভাবে দলবদ্ধ হয়ে থাকা পশুরাজ মরশুমের প্রথম বর্ষার মিষ্টিজলের লোভে একা একা আসতে সাহস পেতনা। ২০২০ সালের সুমারি বলছে গির অরণ্যে এশিয়াটিক সিংহের সংখ্যা বেড়েছে। ওই বছর জুন মাসের সেনসাস অনুযায়ী বর্তমানে সিংহের সংখ্যা ৬৭৪ যা কিনা ২০১৫ সালের সুমারির থেকে ২৯ শতাংশ বেশি। বন আধিকারিক ও কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন ঘটনায়। পর্যটকরা রীতিমতো উল্লাস করছে এই দৃশ্য দেখে। অনেকেই অপেক্ষায় আছেন লক-ডাউন ওঠার অপেক্ষায়।