Homeএখন খবরডেবরায় কৃষি কাজ চলার সময়ে বজ্রপাতে মৃত্যু ২ মহিলার আহত ১

ডেবরায় কৃষি কাজ চলার সময়ে বজ্রপাতে মৃত্যু ২ মহিলার আহত ১

নিজস্ব সংবাদদাতা: সোমবার দিনভর বৃষ্টি যেমন স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলিকে তেমনই দুঃসংবাদ বয়ে এনেছে একাধিক পরিবারে। এমনই দুর্ভাগ্যজনক ঘটনায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। ডেবরা থানা এলাকার দুটি পৃথক গ্রামের পৃথক দুটি ঘটনায় ২মহিলার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন এক কৃষি শ্রমিকও। মঙ্গলবার আমন ধানের চারা রোপন করার সময় বজ্রপাতের ঘটনা দুটি ঘটেছে হাতিবেড়িয়া ও সুন্দরনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বজ্রপাত সহ ভারী বৃষ্টি চলছিল ডেবরা থানা এলাকা জুড়েই। ওই সময় মাঠে ধান রোয়ার কাজ চলছিল। চাষের কাজ করার সময়ই হুড়মুড়িয়ে বাজ পড়ে মাঠেই লুটিয়ে পড়েন হাতিবেড়িয়া এলাকার মিঠু সিং নামে ৩১ বছরের এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রায় একই সময়ে একই ভাবে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ৩কিলোমিটার দুরে হাউরের সুন্দরনগর এলাকায়। মৃত্যু হয় ২৩ বছর বয়সী রুমা বেরার।

এদিনের পৃথক আরেকটি ঘটনায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন রাধামোহনপুর এলাকার চকলালপুরের বাসিন্দা জগন্নাথ মাইতি। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

RELATED ARTICLES

Most Popular