নিজস্ব সংবাদদাতা: সময়টা ভাল যাচ্ছেনা বাঙালির। একের পর এক দুঃসংবাদ আছড়ে পড়ছে যেন। গত কয়েকদিন বাঙালির নয়নের মনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রচন্ড উদ্বেগে কাটিয়ে বুধবার তাঁর করোনামুক্ত হওয়ার পর কিছুটা স্বস্তিতে বাঙালি। তারমধ্যেই ফের খারাপ খবর এল বাঙালির জন্য। বাঙালির আরও এক প্রিয় শিল্পী কুমার শানু কোভিড পজিটিভ বলে জানা গেছে। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে কুমার শানুর টিম। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় শানুদা দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ, দয়া করে ওঁনার আরোগ্য কামনা করুন। ধন্যবাদ।
গায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর প্রোটোকল মেনেই করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে। কুমার শানুকে দেখা গিয়েছিল স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ – এর বিচারকের আসনে। কয়েক দিন আগেই শেষ হয় এই শো। গ্র্যান্ড ফিনালের দিনও উপস্থিত ছিলেন গায়ক। একটি সূত্রে জানা গেছে পরিবারের সাথে এই মুহূর্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন তিনি। যদিও অন্য একটি সূত্র জানাচ্ছে আপতত হোম আইসোলেশনেই রয়েছেন কুমার শানু।
অবশ্য কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় শুধু বাঙালি নয় সারা দেশ জুড়েই উদ্বেগে রয়েছেন শানু ভক্তরা। উদ্বেগ বলিউডেও। কিছুদিন আগেই দেশ হারিয়েছে করোনার কবলে পড়া সঙ্গীত দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পী এস পি বালা সুব্রমনিয়ামকে। ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় সেই মস্ত বড় লোকসানের ঘটনা এখনও মেনে নিতে পারছেনা দেশবাসীরা। এরই মধ্যে কুমার শানুর আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই তাঁর জন্য প্রার্থনা শুরু হয়েছে।
অন্য আরেকদিকেও খারাপ খবর বাঙালির জন্য। পুজোর মুখে বৃহস্পতিবারও সংক্রমণের নতুন রেকর্ড করেছে করোনা। একদিনে রাজ্যে খোঁজ মিলল ৩,৭২০ জন করোনা রোগীর। মৃত্যু হয়েছে ৬২ জনের। সেরে উঠেছেন ৩,১৭৯ জন। সুস্থতার হার কমে হল ৮৭.৭৭ শতাংশ।
এদিনের সংক্রমণের ফলে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হল ৩,০৯,৪১৭। মোট সুস্থ, ২,৭১,৫৬৩। মোট মৃত্যু ৫,৮৭০। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ৩১,৯৮৪। এদিন রাজ্যে ৪২,৯০১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার সংখ্যা ৩৮.৫ লক্ষ ছাড়িয়েছে।