Homeএখন খবরসুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল হবে উৎকর্ষ মেধা কেন্দ্র, বললেন মন্ত্রী

সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল হবে উৎকর্ষ মেধা কেন্দ্র, বললেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: বাংলার প্রান্তিক পিছিয়ে পড়া সুন্দরবনের মথুরাপুরেই গড়ে উঠবে উৎকর্ষ মেধা কেন্দ্র। আর সেই কেন্দ্রের পৃষ্ঠপোষক হবে কৃষ্ণচন্দ্রপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়। শুক্রবার বিদ্যালয়ে বিজ্ঞান ল্যাবের উদ্বোধন করতে এসে এমনটাই জানালেন রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্য পূর্ণেন্দু বসু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে ২ লক্ষ টাকার আর্থিক অনুদানে আজ মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা ল্যাবের উদ্বোধন করেন মাননীয় শ্রী পূর্নেন্দু বসু। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন বিষয়ক মন্ত্রী পূর্ণেন্দু বসুর পাশাপশি  উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক শ্রী কৃষ্ণেন্দু ঘোষ,  বিদ্যালয় পরিচালনা সমিতি,  স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রী বাপী হালদার সহ অনেকে ।

মন্ত্রী বলেন,  ” বিদ্যালয়ের উন্নতি, পঠন-পাঠন,  শৃঙ্খলা এবং সামাজিক কাজকর্মে এই এলাকায়  অগ্রগণ্য ভূমিকা নিয়েছে এই  বিদ্যালয়। তাই আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে মেধা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেব। যাতে এই এলাকার বহুমুখি উন্নয়নে প্রতিষ্ঠানের পড়ুয়ারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করতে পারে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক শ্রী চন্দন মাইতি  বিদ্যালয়ের বৃত্তিমূলক শাখার  সমস্যা ও সমাধান সম্পর্কে বলেন, ‘পরিকাঠামো ও পরিবেশ গত সুবিধায় এই বিদ্যালয় যথেষ্টই উন্নত তাই সেই সুযোগকে ব্যবহার করে এই এলাকায় একটি ভোকেশনাল জেনারেল ডিগ্রী কলেজ চালু করা যেতেই পারে।’

RELATED ARTICLES

Most Popular