Homeএখন খবরনাবালিকা ধর্ষনে অভিযুক্ত ব্যাক্তির জামিন , পুলিশের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবরোধ...

নাবালিকা ধর্ষনে অভিযুক্ত ব্যাক্তির জামিন , পুলিশের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবরোধ খড়গপুরে

                
নিজস্ব সংবাদদাতা :নাবালিকা ধর্ষনে অভিযুক্ত ব্যাক্তির জামিন হয়ে যাওয়া এবং জেল থেকে বেরিয়ে আক্রান্ত পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার কাদরাতে খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ধর্ষিতার পরিবার সহ গ্রামবাসীরা।
জনতার অভিযোগ, পুলিশ গুরুত্ব দিয়ে মামলা না সাজানোয় জামিন পেয়েছে অভিযুক্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্ষিতার মায়ের অভিযোগ, ”গত  ১২ ডিসেম্বর নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে মাদপুর মনসা মন্দিরে পুজো দিতে যাওয়ার সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করে। সেই সময় ধর্ষণকারী যাদব পাত্রকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তখন পুলিশ বলে তিনমাস জামিন পাবেনা, অথচ গত ২০ জানুয়ারী যাদব পাত্র জামিন পেয়ে যায়।” পথ অবরোধে সামিল হওয়া জনতার দাবি,  খড়্গপুর লোকাল থানার পুলিশের বিরুদ্ধে অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে। এই  অভিযোগ তুলে শুক্রবার  খড়্গপুর-কেশিয়াড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আড়াই ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আর এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি সহায়তায় যানজটমুক্ত হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকার জবানবন্দীর ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। সেই কেস ডায়রি আদালতে দাখিল হয়েছে। এরপর আদালত ঠিক করেছেন জামিন দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে মামলা দায়ের হয়েছে পকসো আইনে। এক আইনবিদদের মতে,  ”এই আইনে নূন্যতম তিনমাস জেলে থাকতেই হবে এমন কোনো বিধান নেই। গুরুতর অভিযোগ থেকে থাকলে জেলে রেখেই শুনানি চালানোর কথা বলা হয়েছে। দেখতে হবে এখানে কোন ধরনের অপরাধ হয়েছে।”

RELATED ARTICLES

Most Popular