Homeএখন খবরখড়গপুরে ব্যাঙ্কের টাকা লুটের চেষ্টায় নয়া মোড়! তৃণমূল নেতার দাদার খোঁজে তল্লাশি...

খড়গপুরে ব্যাঙ্কের টাকা লুটের চেষ্টায় নয়া মোড়! তৃণমূল নেতার দাদার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পুলিশ, পুলিশের হাতে ‘আক্রান্ত’ অভিযোগ তুলে হাসপাতালে ভর্তি নেতা

মন্ত্রীর সাথে তৃনমূল নেতা বাচ্চা

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার খড়গপুর শহরে ATM মেশিনে টাকা ভরতে যাওয়ার সময় গুলি চালিয়ে টাকা লুট করার চেষ্টায় এবার জড়িয়ে গেল এক তৃনমূল নেতার দাদার নাম! ঘটনার কয়েকঘন্টার মধ্যে খড়গপুর শহরেরই একটি এলাকায় ওই তৃনমূল নেতার দাদার তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়তে হল পুলিশকে। একটা সংঘটিত হামলার মুখ থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে মৃদু বলপ্রয়োগ করতে হয় পুলিশকে আর তারই জেরে আহত হয়েছেন ওই তৃনমূল নেতা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। যে পদ্ধতিতে পুলিশকে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে তাতে ওই তৃনমূল নেতার দাদাকে বাঁচানোর চেষ্টা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশের আরও ধারণা পরিকল্পিত ভাবেই ক্যাওস তৈরি করে পালিয়ে যেতে সাহায্যই করেছে অভিযুক্তকে।.

উল্লেখ্য মঙ্গলবার বেলা ১১টা নাগাদ খড়গপুর শহরের গোলবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক PNB কার্যালয় থেকে ট্রাঙ্কে টাকা নিয়ে শহরের বিভিন্ন প্রান্তের ATM গুলিতে টাকা ভরার জন্য তৈরি হচ্ছিল ওই সংস্থার কয়েকজন কর্মী। ব্যাঙ্ক থেকে টাকা গাড়িতে তোলারই সময়েই নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালায় ৫/৬ দুষ্কৃতিরা। টাকা লুট করাই উদ্দেশ্য ছিল ডাকাতদের। টাকা লুট না করতে পারলেও ঘটনায় গুলিবিদ্ধ হন ২জন নিরাপত্তা রক্ষী।

প্রথম থেকেই পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল আততায়ীদের খোঁজে। নিজস্ব সোর্স ও পারিপার্শ্বিক তদন্তের পর পুলিশ হানা দেয় ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দুরে দেবলপুর এলাকায় তল্লাশি চালাতে যায়। পুলিশের সন্দেহ এই টাকা লুটের চেষ্টায় দেবলপুরের সন্তোষ সোনকারের যোগসূত্র রয়েছে। তাই সন্তোষের খোঁজে তল্লাশিতে যেতেই তীব্র বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে।

পুলিশ পৌঁছাতেই ছুটে আসেন তৃনমূল নেতা সুনীল শোনাকার ওরফে বাচ্চা। পুলিশদের ঘরে ঢুকতে বাধা দেওয়া হয়। সুনীলের ডাকে অন্য কিছু লোক জুটে যায়।
শুরু হয়ে যায় পুলিশের সাথে ধাক্কাধাক্কি হাতাহাতি চলে। এই ঘটনাতে আহত হয়েছেন বলে দাবি ওই তৃনমূল নেতার। বর্তমানে তিনি খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তিনি অভিযোগ করেছেন পুলিশ তাঁকে মেরেছে। যদিও পুলিশ এই অভিযোগ খন্ডন করে জানিয়েছে পুলিশের ওপর চড়াও হয়েছিল বাচ্চা ও তার দলবল। বাচ্চা ওরফে সুনীল দাবি করেছে তল্লাশির নাম করে তাঁর গর্ভবতী স্ত্রীকে হেনস্থা করেছে পুলিশ।

তৃনমূল শ্রমিক সংগঠনের খড়গপুর নেতা তপন সেনগুপ্ত দাবি করেন পুলিশ নিয়ম না মেনে তল্লাশি চালিয়েছে। পুলিশের বিরুদ্ধে তৃনমুল নেতাদের অভিযোগ মদ্যপ অবস্থায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অন্যদিকে খড়গপুর টাউন থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বরঞ্জন ব্যানার্জী বলেছেন, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য অভিযুক্ত তৃনমূল নেতা বিরুদ্ধে মামলা করবেন ওঁরা। পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার দীনেশ কুমারও বলেছেন “বে আইনি ভাবে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশ মদ্যপ হয়ে তল্লাশিতে যাওয়ার ঘটনা সঠিক নয়।” এদিকে দিনের শেষে ব্যাঙ্ক লুট ও আর গুলি চালানোর কারনামায় যুক্ত হয়ে গেল খড়গপুর তৃনমূল নেতার দাদার নাম। ছবি: খড়গপুর মহকুমা হাসপাতালে তৃনমূল নেতা সুনীল ওরফে বাচ্চা।

RELATED ARTICLES

Most Popular