Homeএখন খবরKharagpur Containment Zone: খড়গপুরে নতুন কন্টেনমেন্ট জোন! তালবাগিচা, আয়মার জোন ছোট করা...

Kharagpur Containment Zone: খড়গপুরে নতুন কন্টেনমেন্ট জোন! তালবাগিচা, আয়মার জোন ছোট করা হল, সবংয়েও ঘোষিত হল কন্টেনমেন্ট

নিজস্ব সংবাদদাতা: ফের নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হল খড়গপুর শহরে। সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকার একটি অংশকেও কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। তবে এই নতুন ঘোষণায় দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রথমতঃ গত ৮ তারিখ থেকে ৩৫নম্বর ওয়ার্ডের তালবাগিচা, ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের বড় ও ছোট আয়মা সম্পুর্ন কন্টেনমেন্ট জোনের আওতায় ছিল। এই ঘোষনায় ওই তিনটি ওয়ার্ডের কিছু সীমানা নির্দেশ করে দিয়ে বাকি অংশকে কন্টেনমেন্ট মুক্ত করা হয়েছে। খড়গপুর শহরের ১৮ নম্বর এবং ২৪নম্বর ওয়ার্ডের কিছু অংশকে কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। যেহেতু সম্পূর্ণ ওয়ার্ড বা পঞ্চায়েতের পরিবর্তে তার একটি অংশকে কন্টেনমেন্ট করা হয়েছে তাই এগুলিকে মাইক্রো কন্টেনমেন্ট জোন বলা হচ্ছে।

১১ই জুলাই পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৩টি মাইক্রো কন্টেনমেন্ট জোনের ঘোষণা করতে গিয়ে জেলা শাসক রশ্মি কোমল জানিয়েছেন, নতুন করে এই এলাকাগুলি থেকে সংক্রমনের খবর পাওয়া যাওয়ায় এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হচ্ছে। আগামী ১৩ই জুলাই বুধবার থেকে ৫দিন অর্থাৎ ১৭ই জুলাই অবধি এই এলাকা গন্ডীবদ্ধ থাকবে। ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেননা, কেউ ওই এলাকায় যেতে পারবেননা।
দেখে নিন নতুন এলাকা গুলি:
১। ১৮নম্বর ওয়ার্ড নিউ সেটেলমেন্ট সীমানা উত্তরে প্রিন্টিং প্রেস, দক্ষিণে রেল কারখানা,পূর্বে গেট বাজার এবং পশ্চিমে সাইবাবা মন্দির।
২। ১৮নম্বর ওয়ার্ড রেল আবাসন নিউ সেটেলমেন্ট
সীমানা উত্তরে বোম্বে সিনেমা , দক্ষিণে গিরি ময়দান স্টেশন,
পূর্বে বিগ বাজার এবং পশ্চিমে আইওডব্লিউ অফিস।            ৩ । ১৮নম্বর ওয়ার্ড নিউ সেটেলমেন্ট, এলএস ৮, (ইউনিট-১)
সীমানা উত্তরে গেট বাজার, দক্ষিণে উৎকল বিদ্যাপীঠ
পূর্বে পার্টি অফিস এবং পশ্চিমে শিব কালি মন্দির।

৪। ২৪ নম্বর ওয়ার্ড: তেলিপাড়া সাঁজোয়াল।
সীমানা উত্তরে ইসলা পুকুর , দক্ষিণে তেলমিলের রাস্তা
পূর্বে মুদি দোকান এবং পশ্চিমে পুকুর, আবর্জনা ফেলার জায়গা।                                                                             ৫। ৩১ নম্বর ওয়ার্ড: বড় আয়মা। সীমানা উত্তরে পার্টি অফিস , দক্ষিণে আমন ক্লাব
পূর্বে রাস্তা ও বড় নালা এবং পশ্চিমে দুর্গা মন্দির।।              ৬। ৩১ নম্বর ওয়ার্ড: বড় আয়মা। সীমানা উত্তরে রেলের কারসেড , দক্ষিণে বড় রাস্তা পূর্বে রেললাইন এবং পশ্চিমে মনসা মন্দির।

৭। ৩১ নম্বর ওয়ার্ড: মহুয়াপাড়া। সীমানা উত্তরে শীতলা মন্দির , দক্ষিণে শ্মশান পূর্বে রেলের কারসেড এবং পশ্চিমে বড় রাস্তা।                                                                           ৮। ৩১ নম্বর ওয়ার্ড: মাতা পাড়া। সীমানা উত্তরে মাতামন্দির , দক্ষিণে ছত্তিশগড় হাইস্কুল পূর্বে বড় রাস্তা এবং পশ্চিমে বড় রাস্তা।।                                                                               ৯। ৩২ নম্বর ওয়ার্ড : আরামবাটি । সীমানা উত্তরে ট্যাংরা হাট , দক্ষিণে কিরানা শপ। পূর্বে বড়নালা এবং পশ্চিমে সুমিত্রা রোড।।                                                                   ১০। ৩২ নম্বর ওয়ার্ড: আরামবাটি: সীমানা উত্তরে বড় রাস্তা , দক্ষিণে স্কুলের মাঠ, পূর্বে সিদ্ধেশ্বরী হাইস্কুল এবং পশ্চিমে ট্যাংরা হাট।

১১। ৩২ নম্বর ওয়ার্ড: আরামবাটি। সীমানা উত্তরে মুদিপাড়া , দক্ষিণে পূর্বে এবং পশ্চিমে।।                                             ১২। ৩৫ নম্বর ওয়ার্ড: তালবাগিচা বটতলা মোড়। সীমানা উত্তরে বঙ্গবানী ক্লাব , দক্ষিণে বাজার যাওয়ার রাস্তা
পূর্বে চিত্তরঞ্জন ক্লাব এবং পশ্চিমে শ্যামেশ্বরপুর যাওয়ার রাস্তা।                                                                              ১৩। সবং: চাউলকুড়ি, কান্ডারপাড়া। সীমানা উত্তরে কপালেশ্বরী নদী , দক্ষিণে বেরাপাড়া পূর্বে নিশিকান্ত কান্ডারের বাড়ি এবং পশ্চিমে মনোরঞ্জন কান্ডারের বাড়ি অবধি।
খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ৩৫নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং খড়গপুর পৌরসভার কোভিড টাস্কফোর্সের অন্যতম কর্মকর্তা জহর লাল পাল জানিয়েছেন এই ঘোষণার ফলে সীমানা নির্দিষ্ট করে দেওয়া তালবাগিচা, বড় এবং ছোট আয়মার বাকি অংশ কন্টেনমেন্ট জোনের বাইরে চলে এল। এবার তালবাগিচা বাজার সহ ওই এলাকায় দোকানপাট খোলা কিংবা বাইরে যাতায়াতের কোনোও নিষেধাজ্ঞা রইলনা।

RELATED ARTICLES

Most Popular