Homeএখন খবরছাত্রপরিষদের বিধানসভা অভিযানে পশ্চিম মেদিনীপুর ব্রিগেড

ছাত্রপরিষদের বিধানসভা অভিযানে পশ্চিম মেদিনীপুর ব্রিগেড

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগের দাবিতে ফের হুলুস্থূল কলকাতা। ছাত্র পরিষদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিধানভবন থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণ ছিল মিছিল।

পুলিশের অনুমতি নিয়েই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু বিধানসভা দিকে মিছিল এগোতেই পুলিশ বাধা দেয়। বিধানসভা পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি ছিল না বলে দাবি পুলিশের। তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।

কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সুবোধ মল্লিক স্কোয়ার চত্বর।বেশ কয়েকজন ছাত্র পরিষদের নেতা কর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে অবশ্য তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

মেদিনীপুর এবং খড়গপুর থেকে এদিন ছাত্রপরিষদের দুটি ব্রিগেড যোগ দেয় এই কর্মসূচিতে। খড়গপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি উজ্জ্বল মুখার্জী এবং মেদিনীপুর থেকে জেলার সহ সভাপতি অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে এই দুটি ব্রিগেড আন্দোলনে অংশ নেয়।

উজ্জ্বল জানিয়েছেন, ‘পুলিশের অনুমতি নিয়েই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলাম কিন্তু পুলিশ শেষ অবধি আমাদের বাধা দেয়। এই নিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল।’

 

RELATED ARTICLES

Most Popular