বিভূ কানুনগো: দেশে লাফ দিয়ে দিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। অতিমারি সময়ে এমনিতেই মানুষের আয় তলানিতে ঠেকেছে। তার ওপর পেট্রোপন্য,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের রেকর্ড মূল্য বৃদ্ধি পথে বসিয়ে দিয়েছে সাধারণ মানুষকে। সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অভিনব প্রতিবাদে নামল খড়গপুর আমরা বামপন্থী। খড়গপুর শহরের খরিদা মেনরোডে প্রিয়দর্শিনীর সামনে ওই বিক্ষোভে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভরত আমরা বামপন্থী সংগঠনের সদস্যরা।
এরই পাশাপাশি আরেক বাইকের মালিক এদিন নিজের বাইকে আরো একটি মালা পরিয়ে বাড়িতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি জানান, “যতদিন না পেট্রালের দাম আমার ক্ষমতার মধ্যে না আসে ততদিন বাড়িতেই রাখব বাইকটিকে। এখন বাইকের চেয়ে দামি আর কী আছে? তাই মালা পরিয়ে রেখে দেব।” পাশাপাশি এদিন গ্যাস সিলিন্ডার রেখে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানায় সদস্যরা। আমরা বামপন্থী-র পক্ষ থেকে উপস্থিত মনোজ ধর, অনিল দাস ছাড়াও খড়গপুরের নেতা কর্মীরা অংশ নেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এই অভিনব প্রতিবাদ দেখতে রাস্তায় ভিড় জমে যায়।
আমরা বামপন্থী খড়গপুরের অন্যতম নেতৃত্ব মনোজ ধর বলেন, ‘ একেই মানুষ করোনার বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা। অতিমারি জনিত লকডাউনে মানুষের রুটিরুজিতে টান পড়েছে। তারওপর বলগাহীন ভাবে বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। খড়গপুর শহরে মাত্র ৩টাকা কম ১০০ ছুঁয়েছে পেট্রলের দাম। কেন্দ্রসরকার নীরব ভূমিকা নিয়েছে সাধারণ মানুষের ওপর এই তীব্র অর্থনৈতিক আক্রমণে। তারই প্রতিবাদে একটি বাইকে আগুন দিয়ে প্রতীকি প্রতিবাদ করা হয়েছে।”
উল্লেখ্য বুধবারও দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। বুধবার শহরে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছিল ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছিল ১৩ পয়সা করে। এই নিয়ে গত এক মাসের মধ্যে গোটা দেশে ২৪ বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে কলকাতায় বৃহঃষ্পতিবার লিটার প্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৫৮ টাকায় এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯০.২৫ টাকা৷ সেখানে দেশের ৭ রাজ্যেই ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাতে চলেছে বলে দেখা যাচ্ছে। বাণিজ্যনগরী মুম্বইতে দাম দাঁড়িয়েছে ১০৩ টাকার আশে পাশে।
১৭ জুন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৬৬ টাকা৷ প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৮৭.৪১ টাকায়। অন্যদিকে চেন্নাইতে বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৭.৯১ টাকায়৷ এবং ডিজেলের দাম লিটারে ৯৪.০৪ টাকা৷ আর এই ব্যাপক মূল্যবৃদ্ধিরে জেরে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। এদিকে মুম্বইয়ে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১০২.৮২ টাকা, ডিজেল ৯৪.৮৪ টাকা