Homeএখন খবরফি বৃদ্ধির বিরুদ্ধে উত্তাল হল খড়গপুর কলেজ, স্বতস্ফূর্ত আন্দোলনে পড়ুয়ারা

ফি বৃদ্ধির বিরুদ্ধে উত্তাল হল খড়গপুর কলেজ, স্বতস্ফূর্ত আন্দোলনে পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা:  কলেজগুলিতে ভর্তি এবং ফি বাবদ সরকার কোনও নির্দিষ্ট নীতি না থাকায় যে যেমন পারছে বাড়িয়ে চলেছে ফি।  অন্য অনেক কলেজ যখন বছরে কলা ও বানিজ্য বিভাগে বছরে ২২০০ টাকা, বিজ্ঞান বিভাগে ২৫০০ টাকা এবং বছরে পরীক্ষা ফিজ ৬০০ টাকা নেওয়া হয়। খড়্গপুর কলেজে সেখানে প্রতি সেমিস্টারে কলা ও বানিজ্য বিভাগে ফিজ বাড়িয়ে ৩৬১০ টাকা অর্থাৎ বছরে দুবার মিলিয়ে ৭২২০ টাকার ফিজ এর সাথে পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে প্রতি সেমিস্টারে ৪২০০ টাকা অর্থাৎ বছরে ৮৪০০ টাকা সহ পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হয়। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, কলেজে সেমিস্টার পরীক্ষা সিস্টেম চালুর পর গত চার বছর ধরে প্রতিবছর ফিজ বাড়ানোটাকে একটা বাৎসরিক রুটিনে পরিনত করা হয়েছে।  মঙ্গলবার সেই বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে কলেজে বিক্ষোভ সহ কলেজ গেট ঘেরাও করে অবস্থান করল ছাত্রছাত্রীরা। 

ছাত্রছাত্রীর দাবি, এই অন্যায় ফি বৃদ্ধির বিরূদ্ধে স্বতস্ফূর্ত ভাবেই পথে নেমেছে তারা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এস এফ আই এর জেলা সভাপতি সৈয়দ সাদ্দাম আলি বলেন, ‘লজ্জার ব্যপার এই যে, যখন বর্ধিত ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তখন সম্পূর্ন নীরব থেকে  কলেজ পরিচালন সমিতির লাভের খাতা খুলে দিতে চাইছে  তৃনমূল ছাত্রপরিষদ নামে একটি সংগঠন যারা নাকি নিজেদের ছাত্র দরদি বলে দাবি করে। ফি বৃদ্ধির বিরূদ্ধে  বুধবার কলেজে ধিক্কার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এসএফআই।’

RELATED ARTICLES

Most Popular