Homeএখন খবরঝি কে মেরে প্রদীপকে নীতিশিক্ষা শুভেন্দুর, অহংকার করবেন না, খোঁচা দিলীপকেও

ঝি কে মেরে প্রদীপকে নীতিশিক্ষা শুভেন্দুর, অহংকার করবেন না, খোঁচা দিলীপকেও

নিজস্ব সংবাদদাতা: ” দিলীপ ঘোষ তখনই ভোটে জিতেছিলেন যখন তিনি একা খড়গপুর ঘুরতেন। আর তখনই হারলেন যখন উনি চারপাশে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করলেন । তাই প্রদীপকে বলছি যদি ভাবেন এই জয়টা শুধুই আপনার তাহলে ভুল করবেন । আই নয় বলুন উই” এভাবেই শুরু করলেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদরের জয় ঘোষনার ২৪ঘন্টা পর শহরের ধ্যান সিং ময়দানে বিজয় সমাবেশে এসে এমনই বার্তা দিলেন খড়গপুর বিজয়ের সেনাপতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুভেন্দু বলেন , খড়গপুর  জয়ের  ক্রেডিট পাবলিকের, শুভেন্দু অধিকারী শুধু পোস্ট অফিসের কাজ করেছেন, সমন্বয়ের কাজ করেছেন। খালি পায়ে খড়্গপুরের মাটিকে প্রণাম করেছি। নির্বাচনের আগে যা কমিটমেন্ট দিয়েছি খড়গপুর এর মানুষকে সেটা হবে। নির্বাচনের দিন দিলীপ ঘোষ খড়্গপুরের বাংলো তে বসে গুলতানি মেরেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর আমি বাইরে বসে মনিটরিং করেছি। আমি হলদিয়ার ভোটার তাই নিয়ম অনুযায়ী আমি এখানে থাকতে পারিনা, দিলীপ ঘোষ সেই নিয়ম ভেঙেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী প্রদীপ সরকার জয়ের পর খড়গপুর এর মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এদিন সন্ধ্যায় খড়গপুরের ধ্যান সিং ময়দানের সভায় যোগদান পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারি। মঞ্চে উঠেই খালি পায়ে খড়গপুর এর জনগণকে মাথা নত করে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক মাসে খড়্গপুরে আসবে বলেও কথা দিয়ে গেছেন পর্যবেক্ষক  মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

RELATED ARTICLES

Most Popular