নিজস্ব সংবাদদাতা: খড়গপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে চেয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠালেন রাজ্যে বিধানসভার পরিষদীয় নেতা আবদুল মান্নান।ওই চিঠিতে তিনি জানিয়েছেন রাজ্যে বিজেপির উত্থান ঠেকানোর জন্য তৃণমূলকে এই সমর্থন দেওয়া দরকার বলেই তিনি মনে করছেন। যদিও কংগ্রেসের সংসদীয় দল নেতা এই যুক্তি মানছেননা বলেই জানিয়ে দিয়েছেন এআইসিসিকে।
উল্লেখ্য আগামী ২৫নভেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বামেদের সঙ্গে জোট বেঁধেই কংগ্রেস এবার তিন কেন্দ্রে আসন সমঝোতা করেছে। কালিয়াগঞ্জ আসনে বামেরা সমর্থন করবে কংগ্রেসকে। কংগ্রেস করিমপুর আসনে বামপ্রার্থীকে ভোট দিতে বলবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর বাকি থাকে খড়গপুর-সদর আসনটি। দীর্ঘদিন এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ‘চাচা’ জ্ঞানসিং সোহনপাল। ২০১৬ বিধানসভায় চাচা ৫০০০ভোটে হেরে যান বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে। মান্নান ওই চিঠিতে জানিয়েছেন চাচার মৃত্যুর পর খড়গপুরে সংঠনের অবস্থা খুবই খারাপ। দলের অনেক নেতাই তৃণমূলে চলে গিয়েছে। এই অবস্থায় আলাদা করে প্রার্থী না দিয়ে তৃণমূলকে সমর্থন করাই শ্রেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য দিলীপ ঘোষ এবার লোকসভার মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হওয়ার কারনেই এই কেন্দ্রে উপনির্বাচন। এবং এই নির্বাচনে খড়গপুর বিধানসভায় ঘোষ ৪৪হাজারের বেশি ব্যবধানে জিতেছেন । সেই হিসাবই মাথায় রেখে সোনিয়া গান্ধীকে মান্নান জানিয়েছেন, খড়গপুর সদর কেন্দ্রে দল এখন দুর্বল হয়ে গিয়েছে। তাই বিজেপিকে আটকাতে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করুক কংগ্রেস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মান্নান এ রাজ্যে বাম-কং জোটের সমর্থক। তিনি নিজেই কালিয়াগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থনের কথা সোনিয়াজিকে জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, খড়গপুর সদর কেন্দ্রে কংগ্রেস এখন দুর্বল হয়েছে ধারনা হলে, তিনি বামেদের ওই আসন না ছেড়ে তৃণমূলকে ছাড়তে চাইছেন কেন? জোটসঙ্গী বামেরা কি মান্নানের এই প্রস্তাবকে সমর্থন করে তাদের সব ভোট প্রকাশ্যেই তৃণমূলকে দিতে রাজি ?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজি না হলে তো বামেরা ওই কেন্দ্রে নিজেদের প্রার্থী দিয়েও দিতে পারে। তাহলে কোন ভরসায় মান্নান এই দাবিতে চিঠি দিলেন দলনেত্রীকে? অন্দরের খবর, মান্নানের এই প্রস্তাব সরাসরি খারিজ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আজ-কালের মধ্যেই খড়গপুর সদর কেন্দ্রে দলের প্রার্থীর নাম ঘোষনা করবে কংগ্রেস। প্রদেশ নেতাদের প্রশ্ন, কংগ্রেস, সিপিএম না তৃণমূল, আবদুল মান্নান ঠিক কোন দলে আছেন?
তবে কি ওমপ্রকাশের পর মান্নানও ক্রমশ তৃণমূলের দিকেই পা বাড়াচ্ছেন।